ঢাকা, মঙ্গলবার, ১৭ ভাদ্র ১৪৩২, ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৯ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

শনিবার পর্যন্ত বন্ধ কয়েকটি দেশের মার্কিন দূতাবাস

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:০২, আগস্ট ৫, ২০১৩
শনিবার পর্যন্ত বন্ধ কয়েকটি দেশের মার্কিন দূতাবাস

ঢাকা: সম্ভাব্য আল-কায়েদা হামলার পূর্ব-সতর্কতা হিসেবে উত্তর আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের কয়েকটি মুসলিম দেশের মার্কিন দূতাবাস আগামী শনিবার পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র।

ঢাকাসহ এসব অঞ্চলের ২১টি দেশের দূতাবাস রোববার মুসলিম দেশগুলোয় কার্যদিবস হওয়া সত্ত্বেও বন্ধ থাকে।



তবে আলজিয়ার্স, কাবুল, ঢাকা ও বাগদাদে সোমবার থেকেই যথারীতি আবার মার্কিন কূটনৈতিক কার্যক্রম শুরু হবে। বন্ধ থাকবে আবুধাবি, আম্মান, কায়রো, রিয়াদ, দাহরান, দোহা, জেদ্দা, দুবাই, কুয়েত, মানামা, মাস্কাট, সানা ও ত্রিপোলির সব কূটনৈতিক কার্যক্রম। পাশাপাশি বন্ধ থাকবে আফ্রিকার আন্তানানারিভো, বুজুম্বুরা, জিবুতি, খার্তুম, কিগালি ও পোর্ট লুইস।

এসব দেশের দূতাবাস বন্ধ রাখা শনিবার পর্যন্ত বর্ধিত করার কারণ হিসেবে ওয়াশিংটন জানিয়েছে, হুমকির প্রতিক্রিয়া হিসেবে নয়, বরং পর্যাপ্ত পরিমাণ সতর্কতার জন্যই এটি করা হয়েছে।

এছাড়া গত শুক্রবার মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক ভ্রমণ সতর্কবার্তা জারি করেছে, যা আগস্ট মাসের শেষ অবধি বহাল থাকবে। এতে যুক্তরাষ্ট্রের নাগরিকদের বিভিন্ন গণপরিবহন ও ও পর্যটন স্থানে সম্ভাব্য সন্ত্রাসী হামলা থেকে সতর্ক থাকতে বলা হয়েছে।

রমজান মাসকে ঘিরে আল-কায়েদার এক হামলা পরিকল্পনা সম্পর্কিত তথ্য মার্কিন গোয়েন্দাদের কাছে পৌঁছানোর পরই দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এসব সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করে।

যুক্তরাষ্ট্র ছাড়াও কয়েকটি ইউরোপের কয়েকটি দেশ বিভিন্ন দেশে সাময়িকভাবে কূটনৈতিক কার্যক্রম বন্ধ রেখেছে। ইয়েমেনের ব্রিটিশ দূতাবাস আসন্ন ঈদ পর্যন্ত বন্ধ থাকবে।

বাংলাদেশ সময়: ০৯৫৫ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৩
সম্পাদনা: হাসান শাহরিয়ার হৃদয়, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।