ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

জাপানে মার্কিন হেলিকপ্টার বিধ্বস্ত

জেড এম আবুসিনা, টোকিও থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩২ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৩

টোকিও (জাপান): জাপানের সর্ব দক্ষিণের প্রিফেকচার ওকিনাওয়াতে একটি মার্কিন সেনা হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে।

জাপানের প্রতিরক্ষা মন্ত্রনালয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার স্থানীয় সময় বিকেল ৪টায় একটি মার্কিন এইচএইচ৬০ হেলিকপ্টার মার্কিন নৌ ঘাঁটি ক্যাম্প হানসেন এর কম্পাউন্ডের ভেতর বিধ্বস্ত হয়েছে।



পুলিশ জানিয়েছে ঘাঁটির বাইরে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

ক্যাম্প হানসেন গিনোজা গ্রামে অবস্থিত।

গ্রামটির কর্মকর্তারা বলেছেন ১০৬নং গেটের নিকট দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনাস্থল থেকে কালো ধোঁয়া উড়ছিলো।

তারা জানিয়েছেন স্থানীয় অধিবাসীদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে স্থানীয় দু`টি গ্রামের কর্মকর্তারা দুর্ঘটনা সম্পর্কে আরো বিস্তারিত জানতে গেলে মার্কিন সেনাবাহিনী তাদেরকে ঘাঁটির ভেতর প্রবেশের অনুমতি দেয়নি।

জাপানের দমকলকর্মীরাও সেখানে ছুটে যান কিন্তু মার্কিন বাহিনী তাদেরকেও আটকে দেয়।

জাপানের প্রতিরক্ষা মন্ত্রী ইৎসুনোরি ওনোদেরা সাংবাদিকদেরকে জানিয়েছেন, চারজন ক্রু`র মধ্যে তিনজন ইজেক্ট করে নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন। চতুর্থজন আহত হয়েছেন এবং তাকে হাসপাতালে নেয়া হয়েছে। তার অবস্থা জানা যায়নি।

বাংলাদেশ সময়: ০৭২৫ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৩
সম্পাদনা: কবির হোসেন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।