ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

এবার বিক্রি হলো ওয়াশিংটন পোস্ট

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৬ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৩
এবার বিক্রি হলো ওয়াশিংটন পোস্ট

ঢাকা: বোস্টন গ্লোব বিক্রির মাত্র একদিন পর এবার বিক্রি হলো যুক্তরাষ্ট্রের আরেকটি প্রভাবশালী দৈনিক ওয়াশিংটন পোস্ট । ১৩৫ বছরের পুরোনো এই পত্রিকাটি কিনে নিলেন বিশ্বের সর্ববৃহৎ অনলাইন খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান অ্যামাজন।



অ্যামাজনের মালিক জেফ বেজস নগদ ২৫০ মিলিয়ন ডলারের বিনিময়ে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির সর্বাধিক বিক্রিত এই পত্রিকাটি কিনে নিলেন। পত্রিকাটি দীর্ঘ ৮০ বছর ধরে গ্রাহাম পরিবারের মালিকানাধীন ছিল।

সোমবার এক বিবৃতিতে ওয়াশিংটন পোস্ট আড়াইশ মিলিয়ন ডলারের বিনিময়ে অ্যামাজন প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী জেফ বেজোস-এর কাছে পত্রিকাটি বিক্রি করার কথা প্রকাশ করে।

ওয়াশিংটন পোস্টের প্রধান নির্বাহী ডোনাল্ড গ্রাহাম বলেন, ‌‌শত বছরের ঐতিহ্যবাহী জনপ্রিয় সংবাদপত্র শিল্প চ্যালেঞ্জের মুখে পড়ায় আমরা বিস্মিত। বাধ্য হয়েই অনলাইন মাল্টিবিলিয়ন কোম্পানির কাছে মালিকানা হস্তান্তর করার সিদ্ধান্ত নিতে হলো।

জানা যায়, সাম্প্রতিককালে ভয়াবহ অর্থনৈতিক হুমকির মুখে পড়ে পত্রিকাটি। শুধুমাত্র ২০১৩ সালের প্রথমার্ধেই পত্রিকাটি ৪৯ মিলিয়ন ডলার হারায়।

তিনি আরো বলেন, আশা করি নতুন মালিক জেফার বেজসের নিকট পত্রিকাটি ভালোভাবেই চলবে। প্রযুক্তি ও ব্যবসাবিশারদ বেজসকেই ওয়াশিংটন পোস্টের যোগ্য উত্তরসূরী বলে তিনি উল্লেখ করেন।

আন্তর্জাতিক বিভিন্ন সংবাদপত্রের খবরে বলা হয়, বিশ্বজুড়ে ওয়াটারগেট কেলেঙ্কারি ফাঁস করে আলোচনায় আসা পত্রিকাটির সার্কুলেশন সাম্প্রতিক বছরগুলোতে উল্লেখযোগ্য হারে কমে যায়।

একইসঙ্গে অনলাইনের কারণে পত্রিকাটির বিজ্ঞাপন একেবারেই কমে যায়। তাছাড়া রেকর্ডসংখ্যক ৪৭ বার পুলিৎজার জয়ী পত্রিকাটি অনলাইনে খাপ খাওয়াতে পারছিলো না।

হরাইজন মিডিয়া বিশ্লেষক ব্রাড অ্যাজেইট বলেন, ওয়াশিংটন পোস্ট তরুণ পাঠকদের মন জয় করতে ব্যর্থ হয়েছে। এর প্রভাব পড়েছে পত্রিকাটির সার্কুলেশনও।

তিনি বলেন, ফলে নিউইয়র্ক টাইমসের পর বিশ্বের আরেকটি স্বনামখ্যাত পত্রিকা ডিজিটালের স্রোতে ভাসতে যাচ্ছে।

সংবাদপত্র নীরিক্ষা প্রতিষ্ঠান অ্যালায়েন্স ফর অডিটেড মিডিয়ার জানায়, চলতি বছরে নিউইয়র্ক টাইমস ছিল যুক্তরাষ্ট্রের সপ্তম জনপ্রিয় দৈনিক। গত বছরের তুলনায় পত্রিকাটির কাটতি সাত ভাগ কমে এ বছর প্রচার সংখ্যা দাঁড়ায় ৪ লাখ ৭৪ হাজার ৭৬৭। যেখানে ১৯৯৩ সালেও পত্রিকাটির সার্কুলেশন ছিল দৈনিক গড়ে ৮ লাখ ৩৩ হাজার।

এছাড়া গত ছয় বছরে পত্রিকাটি রাজস্ব প্রায় ৪৫ ভাগ হ্রাস পায়।

ওয়াশিংটন পোস্টে এক বিবৃতিতে বেজোস জানান, আমি এমন কিছু করব না যাতে দৈনিকটিতে কর্মরত সাংবাদিকদের কোন ক্ষতি হয়। তবে সবকিছুই যেহেতু ইন্টারনেটে রূপান্তরিত হচ্ছে তাই সংবাদ উপস্থাপনায় কিছুটা পরিবর্তন আসতে পারে।

তবে ওয়াশিংটন পোস্ট বিক্রি হলেও কোম্পানির আরো দুটি মিডিয়া ‘স্লেট’ এবং ‘দ্য রুট’ বিক্রি হচ্ছে না।

বাংলাদেশ সময়: ০৯২৫ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৩
সম্পাদনা: কবির হোসেন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।