নিউজার্সি: যুক্তরাষ্ট্রের নিউজার্সির লিংকন টানেলের পাশে বিলবোর্ডে লেখা ‘ক্রিসমাস হচ্ছে একটি কল্পকাহিনী (মিথ)’। খ্রিস্টান ধর্মবিশ্বাসীরা এটা বদলে একই স্থানে লিখেছেন ‘ঈশ্বর আছেন’।
পুরনো এই বিলবোর্ডটা গত নভেম্বরের শেষের দিকে আমেরিকান এথিস্টস নামের একটি সংগঠনের উদ্যোগে স্থাপন করা হয়। এতে আরও লেখা ছিল, ‘আপনি জানেন, এটা কল্পকাহিনী। এ ঋতুর আগমন, করে যুক্তির আবাহন। ’
ক্রিশ্চিয়ান সংগঠনগুলোর মধ্যে এ নিয়ে তুমুল বিতর্কের ঝড় বয়ে যায়। এরই প্রতিক্রিয়ায় ক্যাথলিক লীগ নামের একটি সংগঠন তাদের একটি বিলবোর্ড খাড়া করে। সেখানে পাল্টা লেখা হয়, ‘আপনি জানেন ঈশ্বর আছেন। এই ঋতর আগমন, মহান যিশুর আবাহন। ’
পুরনোটির স্থানে নতুন আরেকটি সাইনবোর্ড টানিয়ে দেওয়া হয় একই টানেলে। ম্যানহাটনভিত্তিক টাইমস স্কয়ার চার্চ কর্তৃপক্ষ এতে লেখে, ‘ঈশ্বর আছেন’।
চার্চ জানায়, লিংকন টানেলের পাশে নাস্তিক বিলবোর্ডে ক্রিসমাসকে কল্পকাহিনী হিসিবে যারা ঘোষণা করেছে তাদের প্রতি এটা পরিষ্কার বার্তা।
জ্যেষ্ঠ যাজক কনোর কনলন বলেন, ‘আমরা লোকজনকে ঈশ্বর আরাধনার উৎসাহ দিয়ে থাকি। ঈশ্বর আছেন তার প্রমাণও আছে। ’
বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১০