ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

চীনের তিন জেলেকে মুক্তি দিল দক্ষিণ কোরিয়া

আর্ন্তজাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪১ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১০
চীনের তিন জেলেকে মুক্তি দিল দক্ষিণ কোরিয়া

সিউল: অবৈধভাবে মাছ ধরার অভিযোগে বন্দি চীনের তিন জেলেকে শুক্রবার মুক্তি দিয়েছে দক্ষিণ কোরিয়া। তারা শনিবার নিজ দেশে ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে কোস্টগার্ড।


 
জানা যায়, চলতি মাসের ১৮ তারিখ পীতসাগরে দক্ষিণ কোরিয়ার মালবোঝাই একটি জাহাজের ধাক্কায় চীনের একটি মালবোঝাই নৌকা ডুবে যায়। এতে চীনের দুজন নাবিক নিহত হয়।

এর আগে পৃথক আরেকটি ঘটনায়, একটি চীনা ট্রলার দক্ষিণ কোরিয়ার কাজে বাধা দেয়ায় তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করা হয়। এসময় জেলেদের লোহার পাইপ, গদা এবং বেলচার আঘাতে দক্ষিণ কোরিয়ার চার কর্মকর্তা আহত হয়।

এরপর চীন মাছ ধরার নৌকা ডুবির প্রেক্ষিতে ক্ষতিপূরণ এবং এর সঙ্গে জড়িত কোস্টগার্ডদের শাস্তির দাবি করলে উভয় দেশের মধ্যে কূটনৈতিক বিতর্ক শুরু হয়।

সিউলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে বিরোধ মীমাংসা হয়েছে এবং জেলেদের কোনরকম শাস্তি দেয়া ছাড়াই মুক্তি দেয়া হয়েছে।

নামপ্রকাশে অনিচ্ছুক এক কোস্টগার্ড কর্মকর্তা ইয়ুনহুপ সংবাদ সংস্থাকে বলেন, ‘অপরাধের সঙ্গে সরাসরি জড়িত না থাকার কারণে এই নাবিকদের অভিযুক্ত করা হচ্ছে না। এছাড়া তারা তদন্তকাজে পুরোপুরি সহায়তা করেছে। ’

এদিকে দক্ষিণ কোরিয়ার কোস্টগার্ড জানিয়েছে চুরি করে মাছ ধরা চীনের জন্য নতুন কিছু নয়। গত বছর অবৈধভাবে মাছ ধরার অভিযোগে চীনের ৩৩২ টি নৌকা আটক করা হয়েছিল।

বাংলাদেশ স্থানীয় সময়: ১১০৭ ঘণ্টা, ২৫ ডিসেম্বর ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।