হুনুলুলু : ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলা সারকোজি আগামী মাসে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। সফরকালে তিনি ১০ জানুয়ারী মার্কিন প্রেসিডেন্ট ওবামার সঙ্গে আলোচনা করবেন।
হোয়াইট হাউজের মুখপাত্র টমি ভিয়েতর বার্তা সংস্থা এএফপি’কে বলেন, ‘ফ্রান্সের নেতার সফরের বিষয়টি আমি নিশ্চিত করছি। ’ তবে এ বিষয়ে তিনি বিস্তারিত আর কিছু জানাননি।
এদিকে বৃহস্পতিবার ফ্রান্সের প্রেসিডেন্টের বাসভবন এলিসি প্রাসাদ থেকেও সারকোজির ওয়াশিংটন সফরের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সফরে তিনি আগামী বছর অনুষ্ঠেয় জি ৮ এবং জি ২০ সম্মেলনের এজেন্ডা নিয়ে ওবামার সঙ্গে আলোচনা করবেন বলেও জানা যায়।
বর্তমানে বিশ্বের ২০টি বৃহৎ অর্থনীতির দেশ নিয়ে গঠিত জি ২০ ফোরামের সভাপতির দায়িত্বে আছে ফ্রান্স। ২০১১ সালের জি ৮ সম্মেলনেও সভাপতিত্ব করতে যাচ্ছে দেশটি।
এর আগে চলতি বছরের নভেম্বরে লিসবোনের ন্যাটো সম্মেলনে দুই নেতা শেষবার সাক্ষাৎ করেন। তবে উইকিলিকসে হাজার হাজার মার্কিন গোপন নথি ফাঁস হওয়ার পর ১০ জানুয়ারীই হবে এ দুই নেতার প্রথম সাক্ষাৎ।
বাংলাদেশ সময়: ১২১৩ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১০