পেশোয়ার: পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর হামলায় কমপক্ষে ৪০ জন জঙ্গি নিহত হয়েছেন। শনিবার কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
দেশটির আফগানিস্তান সীমান্তবর্তী মুহমান্দ নামের আদিবাসী এলাকায় জঙ্গিদের এক গোপন আস্তানায় হেলিকপ্টার থেকে গুলানিক্ষেপ করলে হতাহতের এ ঘটনা ঘটে।
এর আগে শুক্রবার পাঁচটি তল্লাশীকেন্দ্রে জঙ্গিদের সম্মিলিত হামলায় আধাসামরিক বাহিনীর ১১ জন সদস্য এবং কমপক্ষে ২৪ জঙ্গি নিহত হন। এর পরিপ্রেক্ষিতেই পাকিস্তানের নিরাপত্তা বাহিনী এই তল্লাশি অভিযান চালান।
মুহমান্দ এলাকার উচ্চপদস্থ প্রশাসনিক কর্মকর্তা আমজাদ আলি খান বলেন, ‘জঙ্গিদের সন্দেহভাজন গোপন আস্তানা খুঁজে বের করতে নিরাপত্তা বাহিনী এই অভিযান পরিচালনা করতে সহায়তা করেছে। এতে এ পর্যন্ত চল্লিশজন জঙ্গি নিহত হয়েছেন। ’
এছাড়াও একজন জেষ্ঠ্য নিরাপত্তা কর্মকর্তা এবং স্থানীয় সেনা কর্মকর্তাও হতাহতের খবর নিশ্চিত করেছেন। মূলত বাইজাই এবং লাকরো গ্রামে এ অভিযান চালানো হয় বলেও তারা জানান।
বাংলাদেশ স্থানীয় সময়: ১৬৪৬ ঘণ্টা, ২৫ ডিসেম্বর ২০১০