হুনুলুলু: বড়দিনে মার্কিন সেনাবাহিনীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন দেশটির প্রেসিডেন্ট বারাক ওবামা ও ফাস্ট লেডি মিশেল ওবামা। এসময় তিনি জনগণের কাছে সেনা সদস্যদের সমর্থন করার আহ্বান জানান।
শনিবার এক রেডিও ভাষণে ওবামা বলেন, ‘আজ আমরা একইসঙ্গে তাদের কথা স্মরণ করবো যারা এ ছুটিতেও বাড়ি যেতে পারছেননা। বিশেষত সেইসব সাহসী সেনাদের কথা যারা দেশের বাইরে সেবা দিয়ে যাচ্ছেন। ’
মিশেল ওবামাও এসময় সেখানে উপস্থিত ছিলেন। এসময় তিনি দেশবাসীর কাছে ব্যক্তিগতভাবে বা স্বেচ্ছাসেবক হিসেবে সেনা সদস্যদের পরিবারকে সমর্থন করার আহ্বান জানান। তিনি বলেন, ‘যে কেউ তাদের বিভিন্ন জিনিস দিয়ে যেমন সাহায্য করতে পারেন, তেমনি শুধু একটু ‘ধন্যবাদ’ও জানাতে পারেন।
একইসঙ্গে মার্কিন সেনারা দেশের জন্য প্রয়োজনীয় সব কাজই করেছেন উল্লেখ করে ওবামা বলেন, ‘তারা আমাদের প্রয়োজনানুযায়ী সব কাজ করেছেন। এমনকি তাদের সন্তান ও সন্তানদের পরবর্তী প্রজন্মের জন্য অনেকেই পৃথিবীর অধিকাংশ অঞ্চলেই লড়াই করছেন। ’
প্রেসিডেন্ট বারাক ওবামা তার নিজ রাজ্য হাওয়াই এ চলতি বছরের বড় দিন উদযাপন করছেন। বড়দিনের নৈশভোজে প্রেসিডেন্টের জন্য স্টেক, ভাজা আলু, সবুজ মটরশুটি এবং ডেসার্ট হিসেবে পাই থাকবে বলে হোয়াইট হাউসের মুখপাত্র রবার্ট গিবস জানান।
বাংলাদেশ স্থানীয় সময়: ১৭৪৮ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১০