আবুজা: নাইজেরিয়ায় খ্রিস্টান জনগোষ্ঠীর ধর্মীয় উৎসব বড়দিনে বিভিন্ন গির্জায় সিরিজ বোমা হামলায় অন্তত ৩৮ জন নিহত হয়েছেন। শনিবারই নাইজেরিয়ার সরকার সহিংস হামলা রোধে কাজ শুরু করে।
পুলিশ জানায়, মধ্য নাইজেরিয়ার জস শহরের দুটি পৃথক স্থানে সাতটি বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ৩২ জন নিহত ও ৭৪ জন আহত হয়। অনেকেই ক্রিসমাসের কেনাকাটায় ব্যস্ত ছিল।
এছাড়া উত্তর নাইজেরিয়ার মাইদুগুরি শহরে সন্দেহভাজন ইসলামি জঙ্গিরা বোমা হামলা চালিয়ে ছয়জনকে হত্যা করে এবং একটি গির্জা পুড়িয়ে দেয়। পুলিশের মুখপাত্র আবু বাকার আবদুল্লাহি এ তথ্য দেন।
নাইজেরিয়ার প্রেসিডেন্ট গুডলাক জোনাথান হামলাকারীদের বিচারের মুখোমুখি করার অঙ্গীকার করেছেন। একটি বিবৃতিতে প্রেসিডেন্টের কার্যাল থেকে জানানো হয়, ‘প্লেটো রাজ্যের রাজধানী জস শহরে খ্রিস্টান, মুসলিমসহ নিষ্পাপ জনগণের ওপর বোমা হামলার ঘটনায় প্রেসিডেন্ট দুঃখ প্রকাশ করেছেন। ’
পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসার চেষ্টা করছে। তবে বিস্ফোরণের পেছনে কে বা কার জড়িত তা তারা নিশ্চিত করে পারেনি। প্লেটোর পুলিশ কমিশনার আবদুল রহমান আকানো বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন।
জস শহরে গোষ্ঠী দ্বন্দ্ব রয়েছে। মানবাধিকার কর্মীরা জানিয়েছে, আন্তঃসম্প্রদায় সংঘর্ষে জস অঞ্চলে চলতি বছরই দেড় হাজার লোক নিহত হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৪১ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১০