বাগদাদ: যুদ্ধবিধ্বস্ত ইরাকে ২০০৩ সালে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীর আক্রমণ শুরুর পর ২০১০ সালে সবচেয়ে কম বেসামরিক লোকজন নিহত হয়েছে। বৃহস্পতিবার প্রাথমিক একটি প্রতিবেদনে এ তথ্য বেরিয়ে এসেছে।
ব্রিটেনভিত্তিক ইরাক বডি কাউন্ট (আইবিসি) নামের একটি বেসরকারি এ তথ্য প্রকাশ করে। সংস্থাটি জানায় ২০১০ সালে ডিসেম্বরের ২৩ তারিখ পর্যন্ত ৩ হাজার ৯৭৬ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। গত বছরের তুলনায় ৭১৩ জন কম। ২০০৯ সালে নিহতের সংখ্যা ছিল ৪ হাজার ৬৮০ জন।
এদিকে, বার্তা সংস্থা এএফপির পরিসংখ্যান ও ইরাকের প্রতিরক্ষা এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, ২০১০ সালের নভেম্বর পর্যন্ত দুই হাজার ৪১৬ জন বেসামরিক নাগরিক নিহত হয়। এএফপির মতে, ২০০৯-এ এটা ছিল দুই হাজার ৮০০ জন।
ইরাকে মার্কিন সেনা প্রত্যাহার করার পর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী নুরি আল মালিকি গণতন্ত্রের উত্তরণের পথে আরও এক ধাপ এগিয়ে নিতে গত ২১ ডিসেম্বর নতুন মন্ত্রিসভা গঠন করেন।
বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১০