ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কার্লা ব্রুনি-সারকোজি সবচেয়ে ‘বিরক্তিকর’ সেলিব্রিটি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৬ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১০
কার্লা ব্রুনি-সারকোজি সবচেয়ে ‘বিরক্তিকর’ সেলিব্রিটি

লন্ডন: ফার্স্ট লেডি কার্লা ব্রুনি-সারকোজি ফ্রান্সের সবচেয়ে বিরক্তিকর সেলিব্রিটি। বৃহস্পতিবার প্রকাশিত এক জরিপে এ তথ্য প্রকাশিত হয় বলে গণমাধ্যম সূত্রে জানা যায়।

 

‘ব্যক্তিত্ব যাকে তুমি আঘাত করতে চাও’ নামক জরিপের শীর্ষ স্থানটি দখল করেছেন ইতালির বংশোদ্ভুত এ গায়িকা-মডেল। ফ্রান্সের ভিএসডি নামের ম্যাগাজিনে প্রকাশিত এ জরিপ অনুযায়ী ব্রুনিকে আঘাত করতে চাওয়ার হার ৫২ শতাংশ বলে জানা যায়। টেলিগ্রাফের ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়।  

এ তালিকায় ব্রুনির পরের স্থানগুলো দখল করেছেন অভিনেতা অ্যালেন ডিলন, জেরার্ড দেপার্দু এবং ফুটবলার এরিক ক্যানটোনা।

মূলত ‘সম্ভ্রান্ত বুর্জোয়া’ জীবনযাপন এবং রাজপ্রথাবিরোধী ‘চুল সাদা করা’ বা ‘ম্যারি-অ্যান্টিয়োনেটে’ বাতিকের কারণেই ফ্রান্সের জনগণের কাছে তার জনপ্রিয়তা হ্রাস পেয়েছে বলে ভিএসডি জানায়। একইসঙ্গে ফ্রান্সের প্রেসিডেন্টের স্ত্রী অন্যান্য নারীদের মধ্যে সবচেয়ে অজনপ্রিয় বলেও জানা যায়।  

এ বিষয়ে ভিএসডি জানায়, ‘সম্ভবত এ গায়িকা ও প্রেসিডেন্টের একটি আদর্শ জুটির ভাবমূর্তি গড়ে তোলার প্রচেষ্টাই তাদের জনপ্রিয়তা ধসের কারণ। ’

এ জরিপের তালিকার চতুর্থ অবস্থানে আছেন ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি। তাকে আঘাত করতে চাওয়ার প্রবণতার হার ৬৩ শতাংশ।

বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, ৩১ ডিসেম্বর, ২০১০
টিবিএস/এনজে



বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।