ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

জ্বালানির দাম বাড়ার প্রতিবাদে অচল বলিভিয়া

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪১, ডিসেম্বর ৩১, ২০১০
জ্বালানির দাম বাড়ার প্রতিবাদে অচল বলিভিয়া

লা পাজ: জনপরিবহন বন্ধ থাকার কারণে বলিভিয়ায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। জ্বালানির দাম ৮২ শতাংশ বাড়ানোর প্রতিবাদে ডাকা ধর্মঘটে বৃহস্পতিবার অচল হয়ে পড়েছে দেশটির প্রধান শহর ও জনগণের প্রতিদিনকার জীবন।



সেনাবাহিনীকে বলিভিয়ার রাজধানী লা পাজে প্রেসিডেন্টের বাসভবন পাহারায় নিয়োজিত করা হয়েছে। এখানে প্রায় সব ধরনের যান চলাচলই বন্ধ আছে। বিভিন্ন দোকানে দেখা যাচ্ছে মানুষের দীর্ঘ সারি এবং দোকানের পণ্য খুব দ্রুত খালি হয়ে যাচ্ছে।    

হাজার হাজার জনগন যাতায়াতের পথ ব্যারিকেড দিয়ে বন্ধ করে রাখাসহ টায়ার পোড়ানো ও সরকারের বাসভবন লক্ষ্য করে পাথর ছুঁড়ে মারছেন।  

তবে বিশৃঙ্খলতা সত্ত্বেও শনিবার ব্রাজিলের উদ্দেশ্যে রওনা দেবেন দেশটির প্রেসিডেন্ট মোরালেস। সেখানে তিনি দেশটির প্রথম নারী প্রেসিডেন্ট দিলমা রউসেফের শপথ অনুষ্ঠানে অংশ নেবেন বলে মোরালেসের মুখপাত্র বার্তাসংস্থা এএফপিকে জানান।

এদিকে জ্বালানি তেলের দাম ৭৩ শতাংশ বাড়িয়ে সরকার বড় ধরনের প্রতিবাদের সম্মুখীন হওয়ার পর বেতনভাতা সর্বোচ্চ ২০ শতাংশ বাড়ানোর ঘোষণা দেন মোরালেস।  

কিন্তু বর্ধিত মূল্য হ্রাস না করা পর্যন্ত ধর্মঘট ও আন্দোলনের ঘোষণা দেয় শক্তিশালী দু’টি ইউনিয়নসহ সাধারণ নাগরিক সম্প্রদায়।

বাংলাদেশ সময়: ১৩১৬ ঘণ্টা, ৩১ ডিসেম্বর, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।