হ্যানোভার: প্রায় খাদহীন সোনা এবং রুবি দিয়ে কারুকার্য করা আঠারো শতকের মিয়ানমারের একটি চিঠির অর্থোদ্ধার করেছে জার্মানির গবেষকরা। হ্যানোভারের পাঠাগার প্রধান বৃহস্পতিবার এই ঘোষণা দেন।
১৭৫৬ সালে বার্মিজ রাজা আলুংফাইয়া ইংল্যান্ডের রাজা দ্বিতীয় জর্জের উদ্দেশে এ চিঠিটি লেখেন। হ্যানোভারের লেইবনিজ পাঠাগারের একটি ভল্টে ২৫০ বছর ধরে এই চিঠিটি সংরক্ষিত থাকলেও এর আগে কেউই এর অর্থ উদ্ধার করতে পারেননি।
তিন বছরের চেষ্টায় পাঠোদ্ধার করা চিঠিটিতে বার্মা (বর্তমানের মিয়ানমার) এবং ইংল্যান্ডের সঙ্গে বাণিজ্য সহযোগিতা সংক্রান্ত প্রস্তাবের উল্লেখ ছিল বলে গবেষকরা জানান।
পাঠাগার প্রধান জর্জ রূপেল্ট বলেন, ‘আামদের জানা মতে এ ধরনের সোনার চিঠির নকশা একবারই করা হয়েছে। ’
৫৫ সেন্টিমিটার দৈর্ঘ্য ও ১২ সেন্টিমিটার প্রস্থের সোনার আস্তরন এবং ২৪টি রুবী দিয়ে নকশা করা এই ‘সোনার চিঠি’ মূলত ইংল্যান্ডের রাজার প্রতি আলুংফাইয়ার শ্রদ্ধা প্রদর্শনের একটি নিদর্শন।
লুক্সেমবার্গের ঐতিহাসিক এবং বার্মা বিশেষজ্ঞ জ্যাকুয়াস লেইডার এই গবেষণার নের্তৃত্ব দেন। তবে তিনি এখনও চিঠিটির পরীক্ষা শেষ করেননি। আগামী বছর আন্তর্জাতিক কংগ্রেসে চিঠিটি প্রদর্শন করা হবে।
বাংলাদেশ সময়: ১৩৫৮ ঘণ্টা, ৩১ ডিসেম্বর ২০১০