ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

নাইজেরিয়ায় নববর্ষের অনুষ্ঠানে বোমা বিস্ফোরণ, নিহত অন্তত ৩০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৫ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১১
নাইজেরিয়ায় নববর্ষের অনুষ্ঠানে বোমা বিস্ফোরণ, নিহত অন্তত ৩০

আবুজা: নাইজেরিয়ার রাজধানী আবুজায় শুক্রবার রাতে একটি পানশালায় বোমা বিস্ফোরণে অন্তত ৩০ জন নিহত হয়েছে। বেশ কিছু সংখ্যক মানুষ আহত হয়েছেন।

ইংরেজি নববর্ষ উদযাপন করতে আসা লোকজনকে লক্ষ্য করে ওই বোমা নিক্ষেপ করা হয়েছিল বলে দেশটির সেনাপ্রধান দাবি করেছেন।

তবে নিহতের সংখ্যা নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া গেছে।

রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয়েছে নিহতের সংখ্যা ৩০ জনের মতো। বোমা বিস্ফোরণের সঙ্গে কারা জড়িত তা এখনও শনাক্ত করা যায়নি।

স্থানীয়রা জানিয়েছেন, ওই পানশালায় সেনাসদস্য ও সাধারণ মানুষ প্রায়ই পানাহার করতে জড়ো হতেন।

এয়ার মার্শাল ওলুসেই পিতিরিন ঘটনার জন্য সরাসরি কাউকে দোষারোপ না করলেও তিনি বলেছেন, এটি ‘দুষ্ট লোকের’ কাজ।

তিনি নিহতের কোনো সংখ্যা জানাননি।

রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত খবরে বলা হয়েছে অন্তত ৩০ জনের প্রাণহানি হয়েছে। তবে পুলিশের মুখপাত্র জিমোহ মোশহোদ বলেছেন, মোট চার জন নিহত হয়েছেন, যার মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, বিস্ফোরণের পর তারা মাটিতে রক্তাক্ত অবস্থায় শরীরের বিভিন্ন অঙ্গ পরে থাকতে দেখেছেন।

ইরিক নাকে এক ব্যক্তি জানান, বিস্ফোরণের পর মানুষ ছোটাছুটি করতে শুরু করে। ঠিক ওই সময় মাটিতে রক্তাক্ত অবস্থায় শরীরের বিভিন্ন অঙ্গ পরে থাকতে দেখা যায়। ছড়িয়ে ছিটিয়ে থাকা মানুষের মধ্যে কেউ ছিল মৃত, আবার কেউ তখনো মারা যায়নি।

ঘটনার পর ওই এলাকা সিল করে দেওয়া হয়েছে।

এয়ার মার্শাল পিতিরিন বলেন, ‘মানুষ সাধারণত যে স্থানটিতে বিভিন্ন উৎসবে জমায়েত হয় ঠিক সেখানে একটি বোমা বিস্ফোরিত হয়।

বাংলাদেশ সময়: ০৫৫০ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১০




বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।