ঢাকা, বুধবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

ব্রিটেনে আতশবাজিতে বর্ষবরণ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২০, জানুয়ারি ১, ২০১১
ব্রিটেনে আতশবাজিতে বর্ষবরণ

লন্ডন: আকাশে আতশবাজি উড়িয়ে নতুন বছরকে স্বাগত জানিয়েছে ব্রিটেন। লন্ডন ও এডিনবার্গে হাজার হাজার মানুষ রাস্তায় জড়ো হয়ে ২০১১ সালকে স্বাগত জানায়।



নয় মিনিট ধরে চলা বর্ণিল আতশবাজি পোড়ানোর দৃশ্য দেখতে টেমস নদীর বাঁধে জড়ো হন হাজার হাজার মানুষ।

একইসময়ে এডিনবার্গের প্রাসাদের উপরেও আতশবাজি উড়ানো হয়। জমকালো এ দৃশ্য দেখতেও সেখানে বহু মানুষের সমাগম ঘটে।

লন্ডনের মেয়র বোরিস জনসন বলেন, ‘রাজধানীর কেন্দ্রে চোখ ধাঁধানো এ প্রদর্শনী মূলত বৈচিত্র্যতা, রঙ্গ এবং শক্তিরই প্রদর্শনী যা ২ লঅখ ৫০ হাজার মানুষকে আকর্ষণ করতে সক্ষম হয়। ’

বাংলাদেশ সময়: ১২৪৯ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।