সিউল: নতুন বছরের শুরুতেই দক্ষিণ কোরিয়ার প্রতি শত্রুতা বন্ধের আহ্বান জানিয়েছে উত্তর কোরিয়া। কোরীয় উপদ্বীপে একটি ভয়াবহ বছর পার হওয়ার পর শনিবার এ আহ্বান জানানো হলো।
সম্প্রতি উত্তর কোরিয়ার ছোড়া গোলায় দক্ষিণ কোরিয়ার চারজন নিহত হলে প্রতিদ্বন্দ্বী দেশ দুটির মধ্যে নতুন উত্তেজনা সৃষ্টি হয়।
এছাড়া গত বছর মার্চে উত্তর কোরিয়ার বিরুদ্ধে টর্পোডে ছুড়ে সিউলের যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ারও অভিযোগ রয়েছে। সেই ঘটনায় দক্ষিণের ৪৬ জন নাবিক নিহত হয়।
উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কেসিএনএ জানিয়েছে, ‘উত্তর ও দক্ষিণের মধ্যকার যুদ্ধাবস্থা যতদ্রুত সম্ভব শান্ত করতে হবে। ’
এতে আরও বলা হয়, ‘সংলাপের জন্য পরিবেশ তৈরি ও দুই দেশের সমরূপ স্বার্থগুলো যে কোনো কিছুর চেয়ে উর্ধ্বে তুলে ধরতে সক্রিয়ভাবে চেষ্টা করতে হবে। ’
বাংলাদেশ সময়: ১৩১৭ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১১