ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

উলফা চেয়ারম্যান কারাগার থেকে ছাড়া পেলেন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১০ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১১
উলফা চেয়ারম্যান কারাগার থেকে ছাড়া পেলেন

গৌহাটি: ভারতের নিষিদ্ধ ঘোষিত সংগঠন উলফার চেয়ারম্যান অরবিন্দ রাজখোয়া শনিবার কারাগার থেকে মুক্তি পেয়েছেন। খবর আইএএনএসের।



বাংলাদেশে আটক হওয়ার এক বছর পর গৌহাটির কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পেলেন।

সরকারি কৌঁসুলি কোনো আপত্তি না জানালে বিশেষ একটি আদালত গত বৃহস্পতিবার তা জামিন মঞ্জুর করেন।

কারাগার থেকে বেরিয়ে অরিবিন্দ রাজখোয়া সাংবাদিকদের বলেন, ‘আমরা সরকারের সঙ্গে নিঃশর্ত আলোচনার পক্ষে, তবে সংগঠনের নির্বাহী নেতাদের মুক্তি দিলে আমরা একটি বৈঠকের আয়োজন করতে পারি, যেখানে এ সিদ্ধান্ত নিতে পারি। ’

বাংলাদেশের র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) রাজখোয়াকে গ্রেপ্তার করে। এরপর তাকে ভারতীয় কর্তৃপক্ষের কাছে তাকে তুলে দেওয়া হয়।

কারাগারের বাইরে পরিবারের সদস্যসহ একদল মানুষ তাকে শুভেচ্ছা জানানোর জন্য অপেক্ষা করছিল।

রাজখোয়া বলেন, ‘আমি সিটিজেন্স ফোরামকে ধন্যবাদ জানাই, তারা আমাদের মুক্তির জন্য সরকারকে চাপ দিয়েছে। একইসঙ্গে সহায়তা করার জন্য আমি সরকারকেও ধন্যবাদ জানাই। শ্রদ্ধা জানাই মানুষের অনুভূতিকে যাদের জন্য আমরা মুক্তি পেলাম। ’

সরকারের সঙ্গে শান্তি আলোচনা এগিয়ে নিতে সুশিল সমাজের এই গোষ্ঠীটি রাজখোয়ার মুক্তির পক্ষে কাজ করে।

গত বছরের মে মাস থেকে এ পর্যন্ত রাজখোয়াসহ উলফার মোট ছয়জন নেতাকে সরকার মুক্তি দিল।

বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।