ব্রাসিলিয়া: দুই দেশের মধ্যে ব্যাপক কূটনৈতিক বিবাদ থাকা সত্ত্বেও ভেনিজুয়েলার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি কিনটন শনিবার খোশগল্পে মেতেছিলেন।
ব্রাজিলের প্রথম নারী প্রেসিডেন্ট দিলমা রৌসেফের অভিষেক অনুষ্ঠানে তাদের হাস্যোজ্জ্বল অবস্থায় দেখা গেছে।
সম্প্রতি কারাকাস থেকে যুক্তরাষ্ট্রের নিযুক্ত রাষ্ট্রদূতের ভিসা বাতিল করে দেয় ভেনিজুয়েলা। এর জবাবে যুক্তরাষ্ট্রও একই পদক্ষেপ নেয়। ওয়াশিংটনে নিযুক্ত ভেনিজুয়েলার রাষ্ট্রদূতের ভিসা বাতিল করা হয়।
প্রত্যক্ষদর্শী ব্রাজিলের এক মুখপাত্র এএফপিকে জানান, এটা ছিল এক ধরনের সামাজিক যোগাযোগ। উভয়েই হাসিমুখে আলাপ চালিয়েছেন। পরিবেশটা ছিল বেশ বন্ধুত্বপূর্ণ।
এ প্রসঙ্গে শ্যাভেজ বলেন, ‘মিসেস ক্লিনটন হাস্যোজ্জ্বল মুখে বিনয়াবনত হয়ে কথা বলছিলেন এবং একইসঙ্গে আমিও। আমরা নিজেদের মধ্যে শুভেচ্ছা বিনিময় ছাড়াও কয়েকটি বিষয় নিয়ে কথা বলেছি। ’
রৌসেফকে অভিনন্দন জানানোর কিছুক্ষণ আগে এই দুজন নেতা চিলি, কলম্বিয়া এবং পর্তুগালের প্রেসিডেন্টের সঙ্গে অপেক্ষা করছিলেন। ঠিক এই সময়ে শ্যাভেজ করমর্দনের জন্য হাত বাড়ালে হিলারিও হাসি মুখে হাত বাড়িয়ে দেন।
গত মঙ্গলবার শ্যাভেজ বারাক ওবামার নিযুক্ত রাষ্ট্রদূত ল্যারি পালমারের ভিসা বাতিল করে দেন। এর মধ্য দিয়ে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের অবনতি ঘটে।
বাংলাদেশ সময়: ১৩১৪ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১১