তেহরান: হত্যার দায়ে ইরানে বৃহৎ জনগোষ্ঠীর সামনে একজনের ফাঁসি কার্যকর করা হয়েছে। বুধবার দেশটির সরকারি বার্তা সংস্থা ইরনা এ তথ্য প্রকাশ করে।
গত অক্টোবরে ইয়াকুব নামের এক ব্যক্তি তেহরানের পার্শ্ববর্তী এলাকায় দিনেদুপুরে মোহাম্মদ রেজাকে ছুরিকাঘাত করে খুন করে। ইরনার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
তেহরানের কাজ চত্বরে বিশাল জনগোষ্ঠীর সামনে ইয়াকুবের ফাঁসি কার্যকর করা হয়। ইরানে মৃত্যুদন্ডের রায় হলেও জনসম্মুখে তা কার্যকর হওয়ার ঘটনা অত্যন্ত কম। ইরান জানিয়েছে, আইন-শৃঙ্খলা বজায় রাখার জন্য মৃত্যুদন্ড একটি জরুরি পদক্ষেপ।
বার্তা সংস্থা এএফপির পরিসংখ্যান অনুযায়ী, ইরানে ২০১০ সালে কমপক্ষে ১৭৯ জনের মৃত্যুদ- দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৩১ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১১