সিডনি: প্রেতাত্মা দর্শন বন্ধ করে দেওয়ায় পর্যটন শিল্পে ধস নেমেছে অস্ট্রেলিয়ার এক শহরে! পড়তে বা শুনতে অদ্ভুত লাগলেও ঘটনাটা এরকমই।
পর্যটকদের আগমন কমে যাওয়ায় স্থানীয় সরকারকে দোষারোপ করছেন ব্যবসায়ীরা।
উলোনডিলি শায়ার পরিষদ এ ব্যবসা বন্ধে বাধ্য করে বলে পিকটন শহরের এক বাসিন্দা জানান। উলোনডিলি অঞ্চলের কেন্দ্রস্থল পিকটন শহরটি সিডনি থেকে প্রায় ৮০ কিলোমিটার অদূরে অবস্থিত। শহরটি অতিপ্রাকৃতিক কর্মকাণ্ডের জন্য বিখ্যাত।
তবে পর্যটকদের অবৈধ অনুপ্রবেশ, সমস্যা সৃষ্টি করা এবং সম্পদ বিনষ্ট করার মতো কিছু অভিযোগ পাওয়ার পর কর্তৃপক্ষ এ ব্যবসা বন্ধ করে দেন। দৈনিক টেলিগ্রাফে মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা যায়।
তবে এ ব্যবসা বন্ধ করে দেওয়ার কারণে তা শহরের স্থানীয় মোটেল, রেস্টুরেন্ট এবং গ্যাস স্টেশনের ওপর প্রভাব ফেলবে বলে পিকটনের চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট কার্ল কেইন জানান।
তবে এসব প্রতিষ্ঠানগুলোর ক্ষতি এড়াতে প্রেতাত্মা শিকারীরা কোনো প্রতিষ্ঠান বা নিয়মের তোয়াক্কা না করে ব্যক্তি উদ্যোগে এ ব্যবসা শুরু করবেন বলে শহরের বাসিন্দা ও ব্যবসায়ীরা আশঙ্কা করছেন।
বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১১