রিয়াদ: বিশ্বের সবচেয়ে বড় তেল রপ্তানিকারী দেশ সৌদি আরব এবার সবচেয়ে বড় স্বর্ণকারখানা স্থাপন করতে যাচ্ছে। চলতি বছরের শেষ নাগাদ এই কারখানাটির নির্মাণ কাজ শেষ হবে।
জেদ্দা শহরের লোহিত সাগর বন্দরে ২২ হাজার বর্গমিটারের এই কারখানাটিতে ৫০০ থেকে ৮০০ জনের কর্মসংস্থান হবে।
তাইবাতে গোল্ড অ্যান্ড জুয়েলস কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা ইসাম আল-শরীফ বলেন, ‘এই বছরের শেষে এই কারখানা নির্মাণ শেষ হবে। ’
চীনের বার্তা সংস্থা সিনহুয়া জানায়, এই স্বর্ণ বিক্রিতে এই কোম্পানির ২৫ বছরের অভিজ্ঞতা আছে। এছাড়া মধ্যপ্রাচ্যের সোনা মজুদকারী দেশগুলোর মধ্যে সৌদি আরব অন্যতম।
দ্য ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল সম্প্রতি জানায়, সৌদি আরব তার স্বর্ণ মজুদের পরিমাণ দ্বিগুণ করেছে। দেশটির স্বর্ণের পরিমাণ ৩২৩ টন।
বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, ০৫ জানুয়ারি ২০১১