ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

অস্ত্র চুক্তি নিয়ে সৌদি-যুক্তরাষ্ট্র আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩২ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১১
অস্ত্র চুক্তি নিয়ে সৌদি-যুক্তরাষ্ট্র আলোচনা

রিয়াদ: যুক্তরাষ্ট্রের কাছ থেকে ব্যাপক আকারে অস্ত্র কেনা সংক্রান্ত চুক্তি নিয়ে ওয়াশিংটনের সঙ্গে রিয়াদ আলোচনা শুরু করেছে। সৌদি আরবের সহকারি প্রতিরক্ষামন্ত্রীর বরাত দিয়ে বুধবার বার্তা সংস্থা এএফপি ও দৈনিক সৌদি গেজেট এ তথ্য জানিয়েছে।



সৌদি গেজেটে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে বড় ধরনের অস্ত্র চুক্তি বিষয়ক চূড়ান্ত আলোচনা চলছে বলে যুবরাজ খালেদ বিন সুলতান মঙ্গলবার নিশ্চিত করেছেন। ’

এজেন্ডা ধরে ধরে আলোচনা চলছে ও সাধারণ কৌশলগত প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলে খালিদ জানান। তবে এ বিষয়ে তিনি বিস্তারিত আর কিছু বলেননি।

গত বছরের ২০ অক্টোবর মার্কিন পররাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশ করে, ৬ হাজার কোটি ডলার অর্থমূল্যে চুক্তি হতে যাচ্ছে। এর আওতায় সৌদি আরব যুক্তরাষ্ট্রের কাছে ৮৪টি এফ-১৫ যুদ্ধবিমান, ৭০টি অ্যাপাচি হেলিকপ্টার, ৭২টি ব্ল্যাকহক হেলিকপ্টার, ৩৬টি হালকা হেলিকপ্টার এবং ৭০টি ব্যবহৃত তবে মান উন্নীত এফ-১৫ যুদ্ধবিমান কিনবে বলে জানানো হয়।

তেল সমৃদ্ধ  সৌদি আরবে যুক্তরাষ্ট্র এবারই প্রথম এককভাবে এতো অস্ত্র বিক্রি করতে যাচ্ছে।

বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।