ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে শকুন আটক করেছে সৌদি

জাকির হোসেন | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৪ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১১
ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে শকুন আটক করেছে সৌদি

ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে সৌদি আরব কর্তৃপক্ষ একটি শকুনকে আটক করেছে। শকুনটি তার গলায় একটি জিপিএস ট্রান্সমিটার বহন করছিলো।

এতে তেল আবিব বিশ্ববিদ্যালয়ের নাম রয়েছে। খবর বিবিসি অনলাইনের।

তবে ইসরায়েলি বন্যপ্রাণী কর্তৃপক্ষ এ অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। তারা একে হাস্যকর এবং পাখিটি জীবন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

শকুনটি ৮ ফুট উচ্চতা দিয়ে উড়ছিল। কয়েকদিন আগে হেয়াল শহরে মাটিতে নামার পর এটি আটক করা হয়। পরে স্থানীয়রা তার কাছে থাকা জিপিএস ট্রান্সমিটারটি উদ্ধার করে। তারা কিছু সন্দেহ করে কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে।   ইসরায়েলের মারিভ পত্রিকার খবরে এ কথা জানায়।

সৌদি গণমাধ্যমে এবং একটি ওয়েবসাইটে একে ষড়যন্ত্র বলে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয় শকুনটি গুপ্তচরবৃত্তির কাজে নিয়েজিত ছিলো।

তবে ইসরায়েলি কর্তৃপক্ষ মারাভি সংবাদপত্রকে জানায়, একটি পাখির বিরুদ্ধে এ ধরনের অভিযোগ উঠায় তারা হতবাক হয়েছেন। সৌদি বিচার ব্যবস্থায় তার শান্তির ধরন দেখে তারা উদ্বেগ প্রকাশ করেছেন।

ইসরায়েলি পার্ক অ্যান্ড ন্যাচারাল অথোরেটির একজন পাখি বিশেষজ্ঞ পত্রিকাটিকে জানান, পাখিটির কাছে থাকা ডিভাইসটি এর অবস্থান জানানো ছাড়া কিছুই করতে পারে না। এর কাছ থেকে পাওয়া তথ্য দিয়ে শকুন প্রজাতির বৈশিষ্ট্য বোঝা যায়।

নাম প্রকাশ না করে ওই বিশেষজ্ঞ জানান, বেচারা পাখিকে কঠিন মূল্য দিতে হচ্ছে। তিনি আশা করেন কর্তৃপক্ষ দ্রুত পাখিটিকে মুক্তি দেবে।

গত মাসে মিশরের সরকার ইসরায়েলি গোয়েন্দাবাহিনী মোসাদের দিকে ইঙ্গিত করে বলেছিল, দেশটির সমদ্রোপকূলে হাঙর আক্রমণের জন্য ওই বাহিনীই দায়ী।

বাংলাদেশ সময়: ১২২৯ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।