ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

খাদ্যমূল্যের ক্ষেত্রে মুক্তবাজারই সমাধান: রবার্ট জোয়েলিক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৫ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১১
খাদ্যমূল্যের ক্ষেত্রে মুক্তবাজারই সমাধান: রবার্ট জোয়েলিক

লন্ডন: অস্থিতিশীল খাদ্যমূল্যের সমাধানের ক্ষেত্রে সংরক্ষণবাদী নীতির তুলনায় মুক্তবাজারই তার সমাধান হতে পারে বলে মন্তব্য করেছেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট রবার্ট জোয়েলিক।

তিনি বলেন, এক্ষেত্রে দরিদ্রদের কাছে খাদ্য সরবরাহের ক্ষেত্রে উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর জোট জি-২০ পদক্ষেপ নিতে পারে।



জোয়েলিক বলেন, ‘পরিবর্তনশীল খাদ্যমূল্যের সমাধানের ক্ষেত্রে বাজারকে দায়ী বা তা বন্ধ করে দিলে উত্তর পাওয়া যাবে না। এর সর্বোচ্চ ব্যবহার করতে হবে। ’

রবার্ট জোয়েলিক জি-২০ নেতাদের খাদ্যমূল্য অগ্রাধিকার দেওয়ার জানিয়ে বৃহস্পতিবার ফিনান্সিয়াল টাইমসে এসব কথা বলেন।

ফরাসী প্রেসিডেন্ট নিকোলা সারকোজি ২০১১ সালে জি-২০ জোটের প্রেসিডেন্টের দায়িত্ব নেবেন। জোয়েলিক তার কলামে দরিদ্রদের জন্য খাদ্য নিশ্চিত করতে নয় দফা কর্মপন্থা নির্ধারণ তুলে ধরেছেন। এতে তিনি লেখেন, বৈশ্বিক প্রবৃদ্ধি ও সুস্থিতির জন্য এ পদক্ষেপগুলো নেওয়া প্রয়োজন।

বাংলাদেশ সময়: ১৪০২ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।