ঢাকা: পাকিস্তানের নতুন প্রধান বিচারপতি মনোনীত হয়েছেন ‘জেন্টেল্যান জাজ’ খ্যাত তাসাদুক্ব হুসাইন জিলানী। বুধবার সন্ধ্যায় দেশটির সংবাদ মাধ্যমগুলো এ খবর নিশ্চিত করেছে।
দুর্নীতি ও অস্বচ্ছ সরকার পরিচালনার বিরুদ্ধে লড়াইকারী বিচারপতি ইফতেখার চৌধুরীর স্থলাভিষিক্ত হচ্ছেন জিলানী।
প্রেসিডেন্ট মামনুন হুসাইন জিলানীর এই পদে মনোনয়ন গ্রহণ করেছেন। ইফতেখার চৌধুরীর অবসরের পরদিন আগামী ১২ ডিসেম্বর থেকে এই গুরুদায়িত্ব পালন করবেন জিলানী।
উল্লেখ্য, জিলানী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানীর ঘনিষ্ঠ আত্মীয় এবং বিদায়ী প্রধান বিচারপতি ইফতেখারের আস্থাভাজন। তাকে সবচেয়ে শান্ত মাথার বিচারপতি মনে করা হয়ে থাকে।
বেসামরিক সরকার ও শক্তিশালী সেনাশাসনের বিরুদ্ধে অনেক কঠোর লড়াই করার জন্য বিদায়ী প্রধান বিচারপতি পাকিস্তানের জনসাধারণের মনে যথেষ্ট প্রশংসিত হয়ে থাকবেন।
দেশটির জনগণ আশা করছেন, প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা এবং প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির বিরুদ্ধে দুর্নীতির মামলা চালু করা বিচারপতি ইফতেখারের মতোই দেশটির বিচার ব্যবস্থায় উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারবেন জিলানী।
বাংলাদেশ সময়: ২২৩২ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৩