ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইতালির পার্লামেন্ট থেকে বহিষ্কার বারলুসকোনি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৪ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৩
ইতালির পার্লামেন্ট থেকে বহিষ্কার বারলুসকোনি

ঢাকা: কর জালিয়াতির অভিযোগে দোষী প্রমাণিত হওয়ায় ইতালির পার্লামেন্ট থেকে বহিষ্কার করা হয়েছে দেশটির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বারলুসকোনিকে। দেশটির সিনেট ভোটের মাধ্যমে এ সিদ্ধান্ত নেয়।

বুধবার এ বিষয়ে সিনেটে ভোট অনুষ্ঠিত হয়।

২০ বছরের বর্ণাঢ্যময় রাজনৈতিক জীবন কাটিয়েছেন বারলুসকোনি। সিনেটের এ বহিষ্কারের সিদ্ধান্তে তার যেন পতন ঘটে গেল। এ ঘটনায় বিচার থেকে অব্যাহতি লাভের সুযোগও আর নেই তার, ফলে তার বিরুদ্ধে দায়ের করা অন্য মামলায় যেকোনো সময় গ্রেফতার হতে পারেন তিনি।

রোমে বাসার সামনে জড়ো হওয়া সমর্থকদের উদ্দেশ্যে বারলুসকোনি বলেন, এটা গণতন্ত্রের জন্য শোকাবহ দিন।

তিনি বলেন, কোনো রাজনৈতিক নেতাই আমার মতো নিগ্রহ সহ্য করেনি। তবে, পার্লামেন্টের বাইরে থাকলেও লড়াই চালিয়ে যাওয়ার কথা বলেন তিনি।

২০১২ সালের অক্টোবর মাসে কর জালিয়াতির অভিযোগে দোষী প্রমাণিত হন বারলুসকোনি। আগস্ট মাসে তার রায় পুনর্বহাল করা হয়।

তিনবার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা ৭৭ বছর বয়সী বারলুসকোনিকে বার্ধক্যজনিত কারণে গৃহবন্দী অবস্থায় হয়তো এক বছর থাকতে হবে।

বাংলাদেশ সময়: ১১৫৬ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৩

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।