ঢাকা: শ্রীলঙ্কায় ২৬ বছরের গৃহযুদ্ধে নিহতের প্রকৃত সংখ্যা নির্ধারণে জরিপ শুরু করবে দেশটির সরকার।
বৃহস্পতিবার এ জরিপকাজ শুরু করা হবে বলে জানা গেছে।
শ্রীলঙ্কার সরকার জানিয়েছে, জরিপের মাধ্যমে ১৯৮৩ থেকে ২০০৯ সালের গৃহযুদ্ধে নিহত ও নিখোঁজ মানুষের সংখ্যা ও সম্পদের প্রকৃত ক্ষয়ক্ষতির বিবরণ বের করা হবে।
এ মাসের ১৫-১৭ তারিখে শ্রীলঙ্কার কলম্বোতে কমনওয়েলথ সম্মেলনের সময় আন্তর্জাতিক সম্প্রদায়ের যুদ্ধাপরাধের অভিযোগের মুখে পড়ে দেশটির সরকার।
শ্রীলঙ্কার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগের অশুভ ছায়া নিয়েই শেষ হয় কমনওয়েলথ সম্মেলন। এ অভিযোগের ভিত্তিতে সম্মেলন বয়কট করে প্রতিবেশী ভারত, কানাডা ও মরিশাস।
অবশ্য শ্রীলঙ্কার সরকার কঠোরভাবে যুদ্ধাপরাধের অভিযোগ প্রত্যাখ্যান করে জানায় তারা এ ব্যাপারে মীমাংসার পথে রয়েছে।
২০০৯ সালের মে মাসে শ্রীলঙ্কার সেনাবাহিনী দেশটির বিচ্ছিন্নতাবাদী তামিল টাইগারদের পরাজিত করে।
বাংলাদেশ সময়: ১৫৩১ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৩