নয়াদিল্লি: ‘স্ট্রিং কিং’ খ্যাত ভারতের বহুল প্রচারিত ও প্রভাবশালী সংবাদ সাময়িকী তেহেলকা’র প্রতিষ্ঠাতা সম্পাদক তরুণ তেজপালের বাসভবনে হানা দিয়েছে গোয়া পুলিশ। তবে তার আগেই বাসভবন থেকে নিরুদ্দেশ হয়ে গেছেন সহকর্মী সাংবাদিককে যৌন নির্যাতনের ঘটনায় অভিযুক্ত তেজপাল।
শুক্রবার গোয়া পুলিশের কার্যালয়ে উপস্থিত হয়ে জবানবন্দি দেওয়ার কথা রয়েছে তেজপালের। কিন্তু এদিন ভোর ৬টা থেকেই ‘নিখোঁজ’ রয়েছেন তিনি। ভোরে পুলিশ তার দিল্লির বাসভবনে হানা দিলে জানা যায়, তিনি বাড়িতে নেই।
পুলিশ সূত্র জানিয়েছে, অভিযানে থাকা পুলিশ সদস্যদের কাছে তেজপালের গ্রেফতারি পরোয়ানা ছিল। এদিকে, তেজপালের বাড়িতে হানা দেওয়ার পর তার স্ত্রী গীতান বাত্রাও পুলিশের সঙ্গে কোনো রকম কথা বলতে অপারগতা প্রকাশ করেন।
সূত্রে জানা গেছে, আগামী শনিবার পর্যন্ত হাজিরা দেওয়ার সময় চেয়েছেন তেজপাল। তার আইনজীবীও জানিয়েছেন, সঠিক সময় আদালতে হাজিরা দেবেন, এবং তদন্ত কাজে সম্পূর্ণ সহায়তা করবেন তেহেলকা সম্পাদক।
উল্লেখ্য, ইতোমধ্যেই তেহেলকা’র ব্যবস্থাপনা সম্পাদক সোমা চৌধুরী পদত্যাগ করেছেন।
বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৩