ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

থাইল্যান্ডে সেনা দফতর প্রাঙ্গণে ঢুকে পড়েছে বিক্ষোভকারীরা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৭ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৩
থাইল্যান্ডে সেনা দফতর প্রাঙ্গণে ঢুকে পড়েছে বিক্ষোভকারীরা

ঢাকা: থাইল্যান্ডে সরকারবিরোধী আন্দোলনের ষষ্ঠ দিনে বিক্ষোভকারীরা দেশটির সেনা সদর দফতরে ঢুকে পড়েছে। এছাড়া ইংলাক সরকারকে পদত্যাগে বাধ্য করার জন্য আন্দোলনকারীরা ক্ষমতাসীন দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখাচ্ছে।



সামরিক বাহিনীর এক কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে জানান, ব্যাংককে সেনা দফতরে বিক্ষোভকারীরা ফটক খুলে প্রবেশ করে অবস্থান নিয়েছে। তিনি বলেন, সেসময় সেনা প্রধান কার্যালয়ে ছিলেন না।

তিনি আরো বলেন, কমপক্ষে এক হাজারেরও বেশি আন্দোলনকারী জোরপূর্বক ফটক ভেঙ্গে সদর দফতরের কমপাউন্ডে ঢুকে পড়েছে। তবে মূল ভবনে এখনও ঢুকতে পারেননি।

গতকাল প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা পার্লামেন্টে অনাস্থা ভোটে টিকে যাওয়ার পর এক ভাষণে বিক্ষোভকারীদের ঘরে ফিরে যাওয়ার নির্দেশ দেন। কিন্তু বিক্ষোভে নেতৃত্বে থাকা  প্রধান নেতা সুথেপ থগসুবান ইংলাকের এই নিদের্শ প্রত্যাখান করেছেন।

এদিকে অব্যাহত বিক্ষোভের মুখে ক্ষমতাসীন পুয়ে থাই পার্টির সদর দফতর ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

সরকারবিরোধী এই আন্দোলন এখনো শান্তিপূর্ণই আছে। তবে সহিংসতায় রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ২০১০ সালে সংঘর্ষে অন্তত ৯০ জন নিহত হয়েছিল।

থাকসিন সিনাওয়াত্রা ২০০৬ সালে সেনা অভ্যুত্থানের মাধ্যমে থাকসিন ক্ষমতাচ্যুত হন। তখন থেকে থাইল্যান্ডে বেশ কয়েকবার রাজনৈতিক অস্থিরতা দেখা দেয়।

থাইল্যান্ডে চলমান এই আন্দোলনে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন।

বাংলাদেশ সময়: ১৪২৬ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৩

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।