ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

হংকংয়ে ফেরি দুর্ঘটনায় আহত ৮৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২০ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৩
হংকংয়ে ফেরি দুর্ঘটনায় আহত ৮৫

ঢাকা: হংকংয়ে ফেরি দুর্ঘটনায় প্রায় ৮৫জন আহত হয়েছেন। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন ছয়জন।

‘অজানা বস্তুর’ সঙ্গে দ্রুতগতির ফেরিটি ধাক্কা খেয়ে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির কর্মকর্তারা।

সরকারের এক মুখপাত্র সংবাদমাধ্যম বিবিসিকে বলেন, বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ১১টা ২০ মিনিটে হেই লিং চাউ দ্বীপের কাছে এ দুর্ঘটনা ঘটে।

ফেরিটি হংকং থেকে ম্যাকাও যাচ্ছিল। ফেরিটিতে ১০৫জন যাত্রী ও ১০জন ক্রু ছিলেন।

ফেরিটিকে পরে স্থানীয় এক বন্দরে রাখা হয়েছে। তবে দুর্ঘটনায় কোনো নিখোঁজের খবর পাওয়া যায়নি। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করা হয়েছে। দুর্ঘটনাস্থলে দমকল বাহিনী তল্লাশি শুরু করলেও কোনো ‘অজানা বস্তুর’ সন্ধান পায়নি বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।

এক দমকল কর্মকর্তা সাংবাদিকদের বলেন, ওই ‘অজানা বস্তুটি’ ভেঙে গিয়ে থাকতে পারে অথবা দূরে কোথাও ভেসে যেতে পারে।

বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৩

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।