ঢাকা, বৃহস্পতিবার, ২৩ শ্রাবণ ১৪৩২, ০৭ আগস্ট ২০২৫, ১২ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

শনিবার সকাল পর্যন্ত তেজপালের জামিন মঞ্জুর

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪২, নভেম্বর ২৯, ২০১৩
শনিবার সকাল পর্যন্ত তেজপালের জামিন মঞ্জুর

ঢাকা: শনিবার সকাল ১০টা পর্যন্ত জামিন পেলেন ভারতের প্রভাবশালী সংবাদ সাময়িকী তেহেলকার প্রতিষ্ঠাতা সম্পাদক তরুণ তেজপাল।

শুক্রবার বিকেল সোয়া পাঁচটার দিকে জবানবন্দি দিতে গোয়া পুলিশ কার্যালয়ে যাওয়ার জন্য দোবালিম বিমানবন্দরে পৌঁছালে তাকে আটক করে পুলিশ।

সেখান থেকে সরাসরি আদালতে হাজির করা হয় তেজপালকে। আইনজীবীর আবেদন ও গোয়া পুলিশের তদন্তের স্বার্থে শনিবার সকাল পর্যন্ত তার জামিন আবেদন মঞ্জুর করেন আদালত।

এর আগে, দিল্লি বিমানবন্দর থেকে গোয়ার উদ্দেশে রওয়ানা দেন তেজপাল। বিমানবন্দরে তিনি সাংবাদিকদের বলেন, আমাকে গতকাল গোয়া পুলিশ কার্যালয়ে তলব করা হয়। সে কারণে আমি গোয়ায় যাচ্ছি।

বিকেলে গোয়া বিমানবন্দরে পৌঁছলেই তাকে আটক করা হয়। ধারণা করা হচ্ছিল, আদালতে নেওয়ার পর পুলিশি হেফাজতে রাখার আবেদন মঞ্জুর করবেন আদালত। তবে, শেষ পর্যন্ত অন্তর্বর্তী জামিন পেলেন তেজপাল।

বাংলাদেশ সময়: ১৮৩৯ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৩

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।