ঢাকা: পাইপলাইনের মাধ্যমে ইরাকের কুর্দিস্তান থেকে তুরস্কে তেল ও গ্যাস রফতানি করা হবে। এ নিয়ে গত সপ্তাহে গোপনে একটি আংশিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে একটি প্রতিবেদনে জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স।
গত বুধবার স্বায়ত্তশাসিত কুর্দিস্তানের প্রধানমন্ত্রী নেচিরভান বারজানি ও তুরস্কের প্রধানমন্ত্রী রিসেপ তাইয়িপ এরদোয়ান তিন ঘণ্টাব্যাপী এক বৈঠক করেন। এ বৈঠকের মাধ্যমেই চুক্তি স্বাক্ষরিত হয়।
এ চুক্তি অবশ্য বাগদাদের কর্মকর্তাদের রাগান্বিত করেছে। কেননা তারাই ইরাকের সবগুলো তেল উৎস নিয়ন্ত্রণের কর্তৃত্ব দাবি করেন।
বাগদাদের এক কর্মকর্তা রয়টার্সকে বলেন, শক্তির এই চুক্তি ইরাকের ‘সার্বভৌমত্বের ওপর আক্রমণ’ স্বরূপ।
তুরস্কের রাষ্ট্রায়ত্ব কোম্পানি টার্কিশ এনার্জি উত্তর ইরাকে এর কার্যক্রম শুরু করবে। ১৩টি স্থানে তেল ও গ্যাস উত্তোলনের কাজ করা নিয়েও একটি চুক্তি স্বাক্ষর করেছে কোম্পানিটি। যুক্তরাষ্ট্রের তেল কোম্পানি এক্সন মোবিলও এর সাথে কাজ করবে।
২০১৫ সালের তেল রফতানিতে দৈনিক ১০ লাখ ব্যারেল তেল উত্তোলনের জন্য নতুন পাইপলাইন নির্মাণ করা হবে। নির্মাণ করা হবে নতুন গ্যাসলাইনও।
ধারণা করা হচ্ছে, ২০১৭ সালের মধ্যেই গ্যাস সরবরাহ শুরু হবে।
বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৩