ঢাকা: পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে যুক্তরাষ্ট্রের মানুষবিহীন বিমান (ড্রোন) হামলায় কমপক্ষে তিনজন জঙ্গি নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম ডন।
বৃহস্পতিবার রাত ১২টার দিকে উত্তর ওয়াজিরিস্তানের মিরামশাহ তেহসিলের অঙ্গর কাল্লি গ্রামে যুক্ত্রাষ্ট্রের একটি ড্রোন থেকে দু’টি মিসাইল নিক্ষেপ করা হয়।
তবে হামলায় হতাহত পরিচয় পাওয়া যায়নি। তাদের জঙ্গিগোষ্ঠীর সদস্য বলে সন্দেহ করা হচ্ছে।
সূত্রের বরাত দিয়ে ডন জানিয়েছে, কয়েক ঘণ্টা ধরে ওই এলাকার আকাশে ড্রোন চক্কর মারে।
এ হামলার এক দিন আগে দেশটির প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের বৈদেশিক সম্পর্ক ও জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা সরতাজ আজিজ বলেন, যুক্তরাষ্ট্র পাকিস্তানকে নিশ্চিত করেছে যদি জঙ্গি সংগঠন তেহরিক-ই-পাকিস্তান (টিটিপি) ও পাকিস্তান সরকারের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয় তাহলে তারা টিটিপি নেতাদের লক্ষ্য করে আর ড্রোন হামলা করবে না।
গত ২১ নভেম্বর দেশটির খাইবার পাখতুনওয়ালা প্রদেশের তাল এলাকায় মার্কিন ড্রোন হামলায় তালেবান সংযুক্ত জঙ্গি সংগঠন হাক্কানি নেটওয়ার্কের এক জ্যেষ্ঠ সদস্যসহ অন্তত ছয়জন নিহত হন।
বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৩