ঢাকা: স্কটল্যান্ডের গ্লাসগোতে ক্লাইডে নদী তীরে একটি ব্যস্ত পানশালায় পুলিশের হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অন্তত তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকেই।
বাংলাদেশ সময় শনিবার ভোর চারটা ২৫ মিনিটে গ্লাসগো শহরের স্টকওয়েল সড়কের দ্য ক্লথা পানশালায় এ দুর্ঘটনা ঘটে।
স্কটল্যান্ডের পুলিশ জানিয়েছে, বিধ্বস্ত হওয়ার সময় হেলিকপ্টারটিতে দুই পুলিশ সদস্য ও হেলিকপ্টারের চালক ছিলেন আর পানশালায় উপস্থিত ছিলেন ১২০জন। এখন পর্যন্ত আহত ৩২জনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
এ দুর্ঘটনায় অনেকে হতাহত হলেও পুলিশ এখনও প্রকৃত সংখ্যা নিশ্চিত করতে পারেনি কেউ। তবে পানশালার ধ্বংসস্তূপের নীচে এখনও অনেকেই চাপা পড়ে আছেন।
এক দমকল কর্মকর্তা জনিয়েছেন, ধ্বংসস্তূপে আটকা পড়া কয়েকজনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়েছে।
প্রতক্ষ্যদর্শীরা জানিয়েছেন, হেলিকপ্টারটি একটি পাথরের মতো পানশালার ওপর গিয়ে বিধ্বস্ত হয়।
দেশটির ফার্স্ট মিনিস্টার অ্যালেক্স স্যামন্ড বলেছেন, এই মাত্রার একটি দুর্ঘটনার ক্ষেত্রে নিয়তিকে মেনে নেওয়ার জন্য আমাদের সবাইকে প্রস্তুত থাকতে হবে।
শহরটির মূলকেন্দ্র নিরাপত্তা বাহিনীর বেষ্টনী দ্বারা ঘিরে রাখা হয়েছে।
উদ্ধারকর্মীরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার তৎপরতা শুরু করেছেন। এখনও উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে।
দমকল ও উদ্ধার বাহিনী জানিয়েছে, উদ্ধারকর্মীদের একটি বিশেষ দল এই উদ্ধার তৎপরতা চালাচ্ছে।
সহকারী পুলিশ প্রধান কর্মকর্তা লুইস রামসে বলেন, ভবনটি অনিরাপদ অবস্থায় আছে। আমরা একে নিরাপদ অবস্থায় আনার চেষ্টা চালাচ্ছি।
তিনি আরও বলেন, ভেতরে এখনও কত মানুষ আটকা পড়ে আছেন তা বলা কঠিন । আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন এক টুইটার বার্তায় দুর্ঘটনায় হতাহতের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবার ও উদ্ধারকর্মীদের উদ্বেগের সাথে একাত্মতা জানান।
বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৩/আপডেটেড: ১৫৪৫ ঘণ্টা