ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইউক্রেনে আন্দোলন দমনে পুলিশের লাঠিপেটা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৪ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৩
ইউক্রেনে আন্দোলন দমনে পুলিশের লাঠিপেটা

ঢাকা: ইউক্রেনের রাজধানী কিয়েভে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিপেটা করেছে দাঙ্গা পুলিশ।   এ ঘটনায় আহত হন অনেকেই।

আন্দোলন সংগঠক সের্জেই মিলনিশেঙ্কো বলেন, স্থানীয় সময় শনিবার ভোর সাড়ে চারটায় (বাংলাদেশ সময়: শনিবার সকাল সাড়ে আটটা) পুলিশ আন্দোলনকারীদের হটিয়ে দিতে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। সাংবাদিকদের  চিত্রগ্রহণে বাধা দেওয়া হয়। এ সময় সংবাদ সংস্থা রয়টার্সের এক চিত্র সাংবাদিক আহত হন।  

দেশটির প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচের পদত্যাগের দাবিতে কিয়েভের বিখ্যাত স্বাধীনতা চত্বরে (লিবার্টি স্কয়ার) জড়ো হয় আন্দোলনকারীরা।

লিথুয়ানিয়ায় একটি সম্মেলনে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাণিজ্য চুক্তি প্রত্যাখান করেন ইয়ানুকোভিচ। এর প্রতিবাদে শুক্রবার রাতে ওই চত্বরে প্রায় ১০ হাজার আন্দোলনকারী জড়ো হন।

এ চুক্তি হলে সাবেক সোভিয়েত রাষ্ট্রগুলো রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে ইইউর সঙ্গে যুক্ত হতো।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স ছিল। আর কিছু আন্দোলনকারীর হাত ও বাহু থেকে রক্তপাত হচ্ছিল।

এক আন্দোলনকারী বিবিসি অনলাইনকে বলেন, এটা ভয়াবহ। আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিলাম, তবুও তারা তারা আমাদের ওপর হামলা করে। তারা আবর্জনার মতো আমাদের ছুড়ে ফেলে।

টুইটার বার্তায় এক আন্দোলনকারী জানিয়েছেন, এতে করে অনেকে আহত হন। আর অনেককেই পুলিশি হেফাজতে নিয়ে যাওয়া হয়েছে।

এদিকে পুলিশ জানিয়েছে, বেশ কয়েকটি ঘটনা ঘটার পর তারা চত্বর খালি করার সিদ্ধান্ত নেয়। তবে তারা স্পষ্ট করে বলেনি সেখানে কি ধরনের ঘটনা ঘটেছিল।

গত সপ্তাহে ইয়ানুকোভিচ বলেন, তিনি ইইউর সাথে চুক্তি স্বাক্ষর প্রস্তুতি স্থগিত করেছেন। কেননা এ চুক্তিতে ইউক্রেনে পণ্য বাণিজ্যে সীমান্ত খুলে যাবে ও ভ্রমণের নিষেধাজ্ঞাকেও সহজ করে দেবে। তিনি বলেন, রাশিয়ার সঙ্গে এ বাণিজ্য চুক্তির বলিদান হতে পারবে না ইউক্রেন।

অবশ্য ওই চত্বরে ইয়ানুকোভিচের সমর্থনেও একটি ছোট র‌্যালিও অনুষ্ঠিত হয়।

এর আগে শুক্রবার ইইউ নেতারা বলেন, সাবেক সোভিয়েত প্রজাতন্ত্রের সঙ্গে ইইউর সম্পর্কের বিষয়ে রাশিয়ার হস্তক্ষেপ বা বাধা সহ্য করা হবে না।

বাংলাদেশ সময়: ১৩৪৬ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৩

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।