ঢাকা: মোজাম্বিক এয়ারলাইন্সের একটি বিমান বিধ্বস্ত হয়ে ৩৪ যাত্রী নিহত হয়েছে। শুক্রবার মোজাম্বিক ছেড়ে যাওয়া বিমানটি শনিবার ভোর পর্যন্ত নিখোঁজ ছিল।
নামিবিয়া পুলিশের উপকমিশনার (ডিসিপি) উইলি বাম্পটন জানিয়েছেন, বিমানটি সম্পূর্ণ ছাই হয়ে গেছে এবং এতে কেউ জীবিত নেই।
বিমানের টিএম৪৭০ ফ্লাইটটি শুক্রবার স্থানীয় সময় সকাল ১১টা ২৬ মিনিটে মোজাম্বিকের রাজধানী মাপুতু থেকে অ্যাঙ্গোলার রাজধানী লুয়ান্ডার উদ্দেশে ছেড়ে যায়। স্থানীয় সময় বিকেল ২টা ১০মিনিটে লুয়ান্ডা বিমানবন্দরে অবতরণের কথা ফ্লাইটটির।
উত্তর নামিবিয়া অতিক্রম করার সময় সর্বশেষ বিমানটির সঙ্গে যোগাযোগ করতে পারে নিয়ন্ত্রণ কক্ষ। তারপরই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
কর্তৃপক্ষ জানিয়েছে, নিহত যাত্রীদের মধ্যে কিছু ছিলেন মোজাম্বিকান এবং কিছু ছিলেন অ্যাঙ্গোলনা এবং কিছু পর্তুগিজ যাত্রী ছিলেন। এছাড়া, ব্রাজিল, চীন ও ফ্রান্সের একজন করে নাগরিকও বিমানটির যাত্রী ছিলেন বলে জানা গেছে।
এর আগে, অবশ্য এয়ারলাইন্স কর্তৃপক্ষ দাবি করেছিল, উত্তর নামিবিয়ার রুন্ডু বিমানবন্দরে অবতরণ করেছে বিমানটি।
তবে, শনিবার নামিবিয়ার ডিসিপি বাম্পটন জানান, স্থানীয় গ্রামবাসী বিকট বিস্ফোরণের শব্দ শুনতে পেয়ে কর্তৃপক্ষকে খবর দেন।
বাম্পটন আরও জানান, তারও আগে বতসোয়ানার কর্মকর্তারা নামিবিয়ার কর্মকর্তাদের জানিয়েছিলেন, তারা আকাশে ধোঁয়া দেখতে পেয়েছেন এবং সেখানে বিমান বিধ্বস্ত হয়েছে বলে অনুমান করেছিলেন। কিন্তু পরে সেটি উত্তর নামিবিয়াতে বিধ্বস্ত হয়।
বাংলাদেশ সময়: ১৭২১ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৩