ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

তরুণ তেজপালের জামিন বাতিল, গ্রেফতার

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৪ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৩
তরুণ তেজপালের জামিন বাতিল, গ্রেফতার

ঢাকা: নিজ প্রতিষ্ঠানের অধ‍:স্তন নারী সহকর্মীকে ধর্ষণের দায়ে অভিযুক্ত ভারতের আলোচিত সংবাদমাধ্যম তেহেলকার প্রতিষ্ঠাতা তরুণ তেজপালকে গ্রেফতার করা হয়েছে। এর আগে তার জামিন আবেদন বাতিল করে গোয়ার একটি আদালত।



শনিবার দিনের শেষে গোয়া পুলিশের অপরাধ বিভাগের অফিস থেকে গ্রেফতার করা হয় তরুণ তেজপালকে। গ্রেফতারের পরপরই তার মেডিক্যাল চেকআপ সম্পন্ন করা হয়। ধারণা করা হচ্ছে তাকে আগামীকাল ফের আদালতে তোলা হবে। সেখানেই তাকে কতদিন জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের হেফাজতে থাকতে হবে তার আদেশ দেওয়া হবে।

অবশ্য ইতোমধ্যেই তরুণ তেজপালকে এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করেছে গোয়া পুলিশ। তবে বিচারক অনুজা প্রভুদেশাই জিজ্ঞাসাবাদকালীন সময়ে দিনে একবার সংক্ষিপ্ত সময়ের জন্য তেজপালকে আইনজীবীর সহায়তা প্রদানের নির্দেশ দেন। পাশাপাশি তাকে ঘর থেকে আনা খাবার গ্রহণেরও অনুমতি প্রদান করেন বিচারক।

এর আগে গ্রেফতার এড়াতে শুনানির সময় আদালতে নিজের পাসপোর্ট জমা দেওয়ার আবেদন করেন তেজপাল। পাশাপাশি তদন্ত চলাকালীন সময়ে তরুণ তেজপাল গোয়াতেই অবস্থান করবেন এমন প্রতিশ্রুতিও প্রদান করেন তার আইনজীবী। তবে সরকারি কৌসুলিরা তার জামিনের বিরোধিতা করেন। এছাড়া তেজপালকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের কথা জানায় গোয়ার পুলিশও। হোটেল থেকে পাওয়া সিসিটিভি ফুটেজেও যৌন হয়রানির বিষয়টি নিশ্চিত বলে আদালতে তুলে ধরেন কৌসুলিরা।

আদালতে এ সময় উপস্থিত ছিলেন তরুণ তেজপালের স্ত্রী ও কন্যা।

উল্লেখ্য,চলতি মাসের প্রথমদিকে গোয়ায় অনুষ্ঠিত তেহেলকার বার্ষিক সম্মেলনে হোটেলকক্ষে তরুণ তেজপাল এ অপকর্ম সংঘটন করেন বলে অভিযোগ তোলেন ওই নারী সাংবাদিক। তবে প্রথমে বিষয়টি গোপন করলেও একটি ইমেইলে তেহেলকার ঊর্ধ্বতন কর্মকর্তা সোম‍া চৌধুরীকে বিষয়টি জানান ওই নারী। পরবর্তীতে এ সম্পর্কিত ইমেইলটি ফাঁস হওয়ার মাধ্যমেই প্রথম জনসম্মুখে আসে বিষয়টি।

এ ঘটনাকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার সোমা চৌধুরী তেহেলকার ব্যবস্থাপনা সম্পাদকের পদ থেকে পদত্যাগ করেন।

বাংলাদেশ সময়: ২২৩৯ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৩

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।