ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় ৬.৩ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪২ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৩
ইন্দোনেশিয়ায় ৬.৩ মাত্রার ভূমিকম্প

ঢাকা: ইন্দোনেশিয়ার উত্তরাঞ্চলে ৬.৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এজন্য কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।



ভূকম্পনবিদদের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় রোববার সকাল ১০টা ২৪ মিনিটে (বাংলাদেশ সময়: রোববার সকাল সাতটা ২৪ মিনিট) পূর্ব তিমুরের রাজধানী দিলি থেকে ৩৫১ কিলোমিটার পূর্ব-উত্তরপূর্বে ও ১০ কিলোমিটার গভীরে ভূকম্পন অনুভূত হয়।

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে পূর্ব তিমুর ও নিউগিনির মধ্যবর্তী দ্বীপপুঞ্জে এ ভূকম্পনে প্যাসিফিক সুনামি সতর্কতা কেন্দ্র কোনো সতর্কতা জারি করেনি।

ইউএসজিএস প্রাথমিকভাবে জানিয়েছে, এ ভূকম্পনে খুবই কম ক্ষয়ক্ষতি হয়েছে। কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি।

দেশটির আচে প্রদেশের সুমাত্রা দ্বীপে গত জুলাইয়ে ৬.১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৩৫জন নিহত হন। গৃহহীন হন সহস্রাধিক মানুষ।

বাংলাদেশ সময়: ১৪৩৬ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৩

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।