ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইরাকে আত্মঘাতী বোমা হামলায় নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৩ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৩
ইরাকে আত্মঘাতী বোমা হামলায় নিহত ১২

ঢাকা: মধ্য ইরাকে এক সুন্নি উপজাতীয় নেতার ছেলের অন্ত্যেষ্টক্রিয়া অনুষ্ঠান চলাকালে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ১২জন নিহত ও ৪৫জন আহত হয়েছেন।

রোববার সুন্নি দল সাহওয়ার সদস্য মুধার আল-শাল্লাল আল-আরাকির অন্ত্যেষ্টক্রিয়ায় এ আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটে।

 

পুলিশ সংবাদ সংস্থা এএফপিকে জানিয়েছে, আল-আরাকি শনিবার ইরাকের রাজধানী বাগদাদের উত্তরে বাকুবা শহরে তার বাড়ির পাশে পুঁতে রাখা এক বোমা বিস্ফোরণে নিহত হন।  

রোববার বাগদাদের ৮০ কিলোমিটার উত্তরপূর্বে মোকদাদিয়া শহরে আল-আরাকির মরদেহ দাফনের জন্য নিয়ে যাচ্ছিলেন তার স্বজনেরা। ওই শোভাযাত্রার ভেতরেই আত্মঘাতী বোমাটি বিস্ফোরিত হয়।

এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। কিন্তু আল-কায়েদা সংযুক্ত জঙ্গিগোষ্ঠী ইরাকের শিয়া নেতৃত্বাধীন সরকারের সমর্থক বলে পরিচিত স্থানীয় সুন্নি নেতা ও তাদের অনুসারীদের ওপর প্রায়ই হামলা চালায়।

এএফপি জানিয়েছে, সাবেক জঙ্গি আল-আরাকি দল পরিবর্তন করে মার্কিন সেনাবাহিনীর সহায়তায় আল-কায়েদার বিরুদ্ধে যুদ্ধ করছিলেন।

গত পাঁচ বছরের মধ্যে সাম্প্রতিক সময়ে ইরাকে সবচেয়ে বেশি জাতিগত সহিংসতার ঘটনা ঘটছে।

জাতিসংঘ জানিয়েছে গত অক্টোবরে ইরাকে জাতিগত সহিংসতায় ৯৭৯জন নিহত হয়েছেন। এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশটিতে সাড়ে ছয় হাজার মানুষ নিহত হয়েছেন। ২০০৮ সালে দেশটিতে জাতিগত সংঘাত সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল।

বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৩

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।