ঢাকা: ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে ইউক্রেনের বাণিজ্য চুক্তি সইয়ে প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচের অস্বীকৃতির প্রতিবাদে রাজধানী কিয়েভে মিছিল করেছে সহস্রাধিক আন্দোলনকারী। তাদের দাবি নতুন নির্বাচন করতে হবে।
শহরের মধ্যে সমাবেশ করা যাবে না, আদালতের এমন আদেশ প্রত্যাখান করে আন্দোলনকারীরা সমাবেশের পূর্বে রোববার রাজধানী একটি নগর-উদ্যানে জড়ো হন।
এর আগে শনিবার পুলিশ কিয়েভের স্বাধীনতা চত্বরে (লিবার্টি স্কয়ার) আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে ব্যাপক বলপ্রয়োগ করে। এতে আহত হন অনেকেই।
দেশটির প্রেসিডেন্ট ইয়ানুকোভিচ এ ঘটনাকে চরম সন্ত্রাসবাদ দ্বারা আবদ্ধ বলে মনে করছেন। রোববার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় আন্দোলনকারীদের সতর্ক করে দিয়ে বলেছে, কোনো ধরনের ঝামেলা হলে পুলিশ তার প্রতিক্রিয়া জানাবে।
এদিকে, এক বার্তায় কারাগারে থাকা সাবেক প্রধানমন্ত্রী জুলিয়া তিমোশেঙ্কো দেশবাসীর উদ্দেশ্যে বলেন, ইউক্রেনের বিভিন্ন প্রান্ত থেকে উড়ে, গাড়িতে করে অথবা পায়ে হেঁটে হলেও ডিসেম্বরের ১ তারিখ আপনারা সবাই একসঙ্গে জড়ো হন।
তিনি বলেন, আমাদের বেরিয়ে আসা উচিত। আমরা আমাদের অধিকারের জন্য লড়ব।
বিবিসির প্রতিনিধি কিয়েভ থেকে জানিয়েছেন, আন্দোলনের সমর্থনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ রোববারের সমাবেশে যোগ দিতে কিয়েভে আসছে।
এদিকে রাতভরই আন্দোলনকারীরা স্বাধীনতা চত্বর ঘিরে রয়েছে।
বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৩