ঢাকা: আফগানিস্তানের শান্তিরক্ষায় জঙ্গিগোষ্ঠী তালেবানের সঙ্গে আলোচনার ব্যাপারে কাবুলকে সহায়তা করবে ইসলামাবাদ। আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাইকে এমনটাই নিশ্চিত করলেন দেশটিতে সফররত পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ।
তিনি শনিবার কারজাইকে আশ্বাস দেন, আফগানিস্তানের মধ্যস্ততাকারীদের সঙ্গে তিনি তালেবান নেতা মোল্লা আব্দুল গনি বারাদারের একটি বৈঠকেরও ব্যবস্থা করে দিবেন। এ বছরে মাঝামাঝি সময়ে আব্দুল গনিকে মুক্তি দেয় পাকিস্তান।
কারজাইকে সঙ্গে নিয়ে নওয়াজ শরিফ সাংবাদিকদের বলেন, তালেবান নেতার মুক্তি এটাই প্রমাণ করে যে, আমরা আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠার ব্যাপারে প্রতিজ্ঞাবদ্ধ।
শরিফের সঙ্গে বৈঠকের পরে কারজাই একটি বিবৃতিতে বারাদারের পূর্ণ মুক্তির আবেদন জানান। তিনি পাকিস্তানে আটক সব তালেবান সদস্যের মুক্তির অনুরোধ জানান।
প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সঙ্গে আলোচনা করতে শনিবার সকালে কাবুলে পৌঁছান পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ।
ওয়াশিংটন-কাবুল চুক্তি অনুযায়ী আগামী বছর দেশটি থেকে ন্যাটো সৈন্য প্রত্যাহার করা হবে। এই বিষয়টি সামনে রেখে সশস্ত্র লড়াইরত তালেবানের সঙ্গে শান্তি প্রক্রিয়া পুনরুজ্জীবিত করাই এ সফরের মূল উদ্দেশ্য ছিল।
বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৩