ঢাকা: বিক্ষোভের মুখে রাজধানী কিয়েভে সৃষ্ট অচলাবস্থা নিরসনে আলোচনায় বসতে যাচ্ছে ইউক্রেন সরকার ও বিরোধীরা। সোমবারই এই আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে।
দেশটির পার্লামেন্টের স্পিকার ভ্লোদিমির রিব্যাক জানিয়েছেন, চলমান সঙ্কটের ব্যাপারে সব পক্ষকেই এই আলোচনায় মতামত ব্যক্ত করার সুযোগ দেওয়া হবে।
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে ব্যবসায় সংক্রান্ত চুক্তি সই করতে প্রত্যাখ্যান করায় প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচের সরকারের বিরুদ্ধে গত সপ্তাহে রাস্তায় নামে বিরোধীরা।
সোমবার ভোর পর্যন্ত বিরোধী দলের কয়েকশ’ নেতাকর্মী কিয়েভ সিটি কাউন্সিল ভবন দখলে রেখেছে। এর আগে, রোববার দুপুরেই ভাঙচুর চালিয়ে ভবনটি নিয়ন্ত্রণে নেয় বিক্ষোভকারীরা। এছাড়া, রাজধানীর প্রাণকেন্দ্র ইন্ডিপেন্ডেন্স স্কয়ারেও রাত কাটিয়েছে কয়েক হাজার বিক্ষোভকারী।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, রোববার প্রায় পাঁচ লাখ বিক্ষোভকারী রাজধানীতে জড়ো হয় এবং প্রেসিডেন্সিয়াল ভবনের কাছে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
বিক্ষোভকারীদের ইটপাটকেল নিক্ষেপের পাল্টা জবাবে টিয়ার গ্যাস ও সাউন্ট গ্রেনেড নিক্ষেপ করেছে নিরাপত্তা বাহিনী। এসব বিক্ষিপ্ত সহিংসতায় শতাধিক ব্যক্তি আহত হয় বলে জানা যায়।
বাংলাদেশ সময়: ১১৩৬ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৩