কলকাতা: কলকাতার প্রবীণ নাগরিকদের সুরক্ষার জন্য কলকাতা পুলিশ চালু করতে চলেছে বিশেষ প্রকল্প ‘প্রণাম’। কলকাতায় প্রায় ৮১ লক্ষ প্রবীণ মানুষ আছেন।
‘প্রণাম’ নামের এই প্রকল্প শুধুমাত্র কলকাতার প্রবীণ নাগরিকদের সুরক্ষার কথা মাথায় রেখে পরিকল্পনা করা হয়েছে।
সাম্প্রতিক কিছু ঘটনায় দেখা গেছে- প্রবীণ নাগরিকরা বিশেষ করে যারা একা থাকেন তারা সন্ত্রাসীদের হামলার শিকার হচ্ছেন।
এদের অনেকেই প্রয়োজনে স্তানীয় থানায় গিয়ে যোগাযোগ করতে পারেন না। অনেকেই সুরক্ষার সাধারণ নিয়মগুলি সম্পর্কে অবহিত নন।
এ কারণে কলকাতা পুলিশের তরফে ‘প্রণাম’ প্রকল্পের মাধ্যমে এলাকার প্রবীণ নাগরিকদের তথ্য সংগ্রহ করে রাখা হবে।
বিভিন্ন জায়গায় শিবির করে প্রবীণ নাগরিকদের সঙ্গে যোগাযোগ রক্ষা করবে পুলিশ। ওই শিবির গুলির মাধ্যমে প্রবীণ নাগরিকদের সুরক্ষা সম্পর্কে সচেতন করা হবে।
এছাড়াও কলকাতায় আইনী জটিলতায় জড়িয়ে থাকা সব সম্পত্তিরও একটি তালিকা তৈরি করছে কলকাতা পুলিশ। এই সম্পত্তিতে বিশেষ নজরদারি করা হবে বলে কলকাতা পুলিশের তরফে বলা হয়েছে।
বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৩