ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আফগানিস্তানে আত্মঘাতী বোমা হামলায় ৪ পুলিশ নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৯ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৩
আফগানিস্তানে আত্মঘাতী বোমা হামলায় ৪ পুলিশ নিহত

ঢাকা: আফগানিস্তানের ওয়ারদেক প্রদেশে আত্মঘাতী বোমা হামলায় অন্তত চার পুলিশ সদস্য নিহত হয়েছেন বলে কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে। হামলায় আরও অন্তত ২৭ জন আহত হয়েছেন।



সোমবার সকালে এ বোমা হামলার ঘটনা ঘটে। হামলায় হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। এছাড়া আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।

সংবাদ মাধ্যম জানায়, আফগানিস্তানের রাজধানী কাবুলের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ওয়ারদেক প্রদেশে পুলিশ ঘাঁটির মসজিদে সকালে মুসল্লিরা নামাজ আদায়ের জন্য জড়ো হলে এ আত্মঘাতী বোমা হামলা চালানো হয়।

ইতোমধ্যে জঙ্গি সংগঠন আল-কায়েদা হামলার দায় স্বীকার করেছে।

জেলাটির বিভিন্ন অঞ্চল আল-কায়েদার নিয়ন্ত্রণে থাকলেও হিজব-ই-ইসলামী নামক সংগঠনের বিদ্রোহীরাও ব্যাপক সক্রিয়।

বাংলাদেশ সময়: ১৩০৬ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৩

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।