ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

চাঁদে মহাকাশযান পাঠালো চীন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৮ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৩
চাঁদে মহাকাশযান পাঠালো চীন

ঢাকা: প্রায় ৬ বছর থেকে স্বপ্ন বোনা শুরু। সেই স্বপ্নেরই বাস্তবায়ন করলো বিশ্বের অন্যতম পরাশক্তি দেশ চীন।

২০০৭ সাল চন্দ্র জয়ের লক্ষ্যে কার্যক্রম শুরু করে সোমবার রাত ১টা ৩০ মিনিটে (আন্তর্জাতিক সময় রোববার বিকেল পাঁচটা ৩০ মিনিট, বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টা) চাঁদের উদ্দেশে যান পাঠায় দেশটি। সিচুয়ান প্রদেশের জিচ্যাং স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে ‘লং মার্চ থ্রিবি’ রকেটে অন্তরীক্ষে যাত্রা করে চীনের চন্দ্রযান ‘দ্য চ্যাং-ই থ্রি’ ।

চীনা বিজ্ঞানীরা আশা করছেন, ডিসেম্বরের মাঝামাঝিতে চাঁদের মাটি স্পর্শ করবে তাদের ‘চ্যাং-ই-থ্রি’।

চাঁদের দেবীর নামে তৈরি হওয়া মহাকাশযান ‘চ্যাং-ই-ওয়ান’ মহাকাশে গিয়ে সেখান থেকে চন্দ্র পৃষ্ঠের কিছু ছবি পাঠিয়ে দেয়। ২০১০ সালে পাঠানো হয় মহাকাশযান ‘চ্যাং-ই-টু’।

সেই ধারাবাহিকতায় এবার মহাকাশে ‘চ্যাং-ই-থ্রি’ পাঠালো বিশ্বের অন্যতম পরাশক্তি রাষ্ট্রটি।

নতুন উৎক্ষেপিত ‘চ্যাং-ই-থ্রি’তে ল্যান্ডার ছাড়াও ‘ইউটু’ নামে একটি গাড়িও পাঠানো হয়েছে চাঁদের বুকে। স্থানীয় লোককথায় ‘ইউটু’ নামে পরিচিত জনপ্রিয় খরগোশের নামেই এই গাড়িটির নামকরণ।

চাঁদের বুকে ঘুরে-ফিরে এই গাড়ি সেখানকার নতুন নতুন তথ্য ও ছবি সংগ্রহ করতে পারবে বলেই আশা করছেন চীনা বিজ্ঞানীরা। মহাকাশে কীভাবে যোগাযোগ স্থাপন করা যায় তা নিয়েও তথ্য দিতে কাজ করবে এই মহাকাশযান।

উল্লেখ্য, আগামী ২০২০ সালের মধ্যেই মহাকাশ স্টেশন তৈরি করতে চায় চীন। দেশটির মহাকাশ বিজ্ঞানীরা আশা করছেন, বছর দশেকের মধ্যেই তারা পা রাখতে পারবেন চাঁদের মাটিতে। ‘চ্যাং-ই-থ্রি’ সেই অভিযান পরিচালনার প্রাথমিক পদক্ষেপ।

বাংলাদেশ সময়: ১৩৫৪ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৩

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।