ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

চুরির দায়ে ৩৭ বছর পর গ্রেফতার!

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৮ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৩
চুরির দায়ে ৩৭ বছর পর গ্রেফতার!

আগরতলা (ত্রিপুরা): চুরি করেছিলেন ৮৪০ টাকা! তাও আবার ৩৭ বছর আগে! কয়েক যুগ আগের সেই চুরির দায়েই গ্রেফতার করা হলো ত্রিপুরার অবিনাশ দাসকে! কাছে। ৩৭ বছর পুরানো ভুলের জন্য তাকে এবার গ্রেপ্তার হতে হল।

ঘটনা

সম্প্রতি তিন যুগেরও আগে দায়ের করা চুরির মামলায় আগরতলা শহরের উপকণ্ঠের এয়ারপোর্ট থানা পুলিশ অবিনাশ দাসকে গ্রেফতার করে।

পুলিশ জানিয়েছে, অবিনাশের বয়স এখন ৫৭ বছর। ২০ বছর বয়সে অর্থাৎ ৩৭ বছর আগে এয়ারপোর্ট থানা এলাকার নারায়ণপুরে তার বাড়ি ছিল। সেই নারায়ণপুরেই এক প্রতিবেশীর ঘর থেকে ৮৪০ টাকা চুরি করে পালিয়ে গিয়েছিলেন তিনি!

চুরির পরই এলাকা থেকে গা ঢাকা দেন তিনি। কিন্তু ঘটনার পরপরই অভিযোগ দায়ের হয়েছিল এয়ারপোর্ট থানায়।

পুলিশ আরও জানায়, কিছুদিন আগে দীর্ঘ অজ্ঞাতবাস কাটিয়ে নিজ গ্রামে ফিরে আসেন অবিনাশ। কিন্তু ফিরে আসলেও রেহাই পাননি তিনি। ওই প্রতিবেশীই ফের পুলিশে খবর দিয়ে তাকে ধরিয়ে দেয়!

নির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ তাকে গ্রেফতার করে আদালতে তোলে। আদালত অবিনাশকে ১৪ দিনের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

বাংলাদেশ সময়: ১৫৩৯ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৩

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।