ঢাকা: শীর্ষ সামরিক পরিষদের ভাইস চেয়ারম্যান পদ থেকে বহিষ্কৃত হলেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং-উন’র ফুফা চ্যাং সং-থায়েক।
দেশটির গোয়েন্দা সংস্থাগুলোর বিশেষ সূত্রের উদ্ধৃতি দিয়ে দক্ষিণ কোরিয়ান সংবাদ মাধ্যমগুলো এ খবর জানিয়েছে।
দুর্নীতির অভিযোগে চ্যাং সং’র সঙ্গে তার দু’জন ঘনিষ্ঠ উপদেষ্টাকেও বহিষ্কৃত করা হয়েছে।
যদি চ্যাং সং’র বহিষ্কৃত হওয়ার খবর সত্য হয় তবে বাবার কাছ থেকে জিম জং-উন’র ক্ষমতাগ্রহণের পর এই প্রথম দেশটির নেতৃত্বে এ ধরনের গুরুত্বপূর্ণ বিপর্যয় বা পরিবর্তন হলো।
২০১১ সালে কিম জং-ইল মারা যাওয়ার পর থেকে ক্ষমতায় আছেন তার ছেলে জং-উন।
সংবাদ মাধ্যমগুলো বলছে, প্রয়াত কিম জং ইল’র বোনের স্বামী অর্থাৎ বর্তমান প্রেসিডেন্টের ফুফা চ্যাং সং তার ভাগ্নের (কিম জং-উন) পরই দেশটির রাজনীতি ও সমরনীতিতে যথেষ্ট প্রভাব খাটাতেন।
বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৩