কলকাতা: ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি তনয়া শর্মিষ্ঠা রাজনীতিতে আসছেন, এমন খবরে আলোচনার ঝড় রাজনৈতিক অঙ্গনে।
দিল্লির বিধানসভা নির্বাচনে তিনি কংগ্রেসের হয়ে বিভিন্ন সভায় অংশ নিয়েছেন।
রাষ্ট্রপতি পুত্র অভিজিত মুখার্জি ইতোমধ্যে রাজনীতিতে এসেছেন। তিনি বর্তমানে লোকসভার সদস্য। গুঞ্জন শোনা যাচ্ছে ২০১৪ সালে লোকসভা নির্বাচনে রাজনীতির ময়দানে পা রাখতে পারেন রাষ্ট্রপতি তনয়া।
এই জল্পনা একেবারে উড়িয়েও দেননি প্রণব মুখার্জির কন্যা শর্মিষ্ঠা মুখার্জি। তিনি জানিয়েছেন, তিনি রাজৈনিতক পরিবারের মেয়ে। তাই রাজনীতিতে যোগ দেওয়ার বিরোধী নন।
দিল্লির চারটি জনসভার প্রচারে তাকে দেখা গেছে, সে বিষয়ে শর্মিষ্ঠা জানান, কংগ্রেসী পরিবারের মেয়ে তাই তিনি মনে করেন কংগ্রেসের হয়ে ভোটের প্রচারে নামা তার কর্তব্য। এটা তার প্রথম ভোটের প্রচার নয়, এর আগে তিনি তার ভাই অভিজিত মুখার্জির হয়েও প্রচারে নেমেছিলেন।
বর্ষীয়ান রাজনীতিবিদ, ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখর্জি পুত্র গত লোকসভা নির্বাচনে পশ্চিমবাংলার জঙ্গীপুর লোকসভা আসন থকে জিতে রাজনীতিতে প্রবেশ করেছিলেন।
রাজনৈতিক মহলের প্রশ্ন একটাই, তবে কি ২০১৪ লোকসভা নির্বাচন সামনে রেখে মুখার্জি পরিবার থেকে আরও একজন রাজনীতিবিদ উঠে আসতে চলেছেন!
বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৩