ঢাকা: ইউক্রেনের সংসদের বাইরে এখনও হাজার হাজার বিক্ষোভকারী অবস্থান করছেন, এদিকে বিরোধী দল সরকারের বিরুদ্ধে অনাস্থা ভোটের প্রস্তুতি নিচ্ছে।
বিবিসি অনলাইন এক প্রতিবেদনে জানিয়েছে, অনাস্থা ভোট অনুষ্ঠিত হলেও বিরোধীদের জেতার সম্ভাবনা কম।
ইউক্রেনের প্রধানমন্ত্রী মিকোলা আজারোভ বলেছেন, আন্দোলন তীব্র হওয়ার মাধ্যমে তিনি অভ্যুত্থানের সকল নমুনাই দেখছেন।
তিনি বলেন, সংসদ ভবন দখল করে নেওয়ার ব্যাপারে সরকার সজাগ রয়েছে।
বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচ ও প্রধানমন্ত্রী আজারোভের পদত্যাগ দাবি করছেন।
এদিকে সোমবার ইয়ানুকোভিচ ইউরোপীয় কমিশনের কাছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) চুক্তির বিভিন্ন দিক নিয়ে আলোচনার জন্য প্রতিনিধি দল পাঠানোর আবেদন জানিয়েছেন।
কমিশনের প্রেসিডেন্ট জোসে ম্যানুয়েল বাররোসো এ ব্যাপারে সম্মত হলেও তারা চুক্তির ব্যাপারে নতুনভাবে কোনো সমঝোতায় আসবে না বলে জানা গেছে।
ইইউর সঙ্গে ব্যবসায় সক্রান্ত চুক্তি সই প্রত্যাখ্যান করায় গত সপ্তাহে সরকারের বিরুদ্ধে রাস্তায় নামে বিক্ষোভকারীরা।
বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৩