ঢাকা: বিশ্বের শীর্ষ ১০টি দুর্নীতিবাজ রাষ্ট্রের মধ্যে পাঁচটিই আরব অঞ্চলের। মঙ্গলবার বার্লিনভিত্তিক আন্তর্জাতিক `দুর্নীতিবিরোধী সংস্থা` সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল ‘দুর্নীতির ধারণা সূচকের চলতি বছরের তালিকা প্রকাশ করে।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল স্বীকার করেছে, এ অঞ্চলের অস্থিতিশীলতা সরকারের ওপর যথেষ্ট ছাপ ফেলছে, এ কারণে দুর্নীতিও বেড়েছে।
স্কোর অনুযায়ী শীর্ষ ১০টি দুর্নীতিবাজ রাষ্ট্র হলো সোমালিয়া (৮), উত্তর কোরিয়া (৮), আফগানিস্তান (৮), সুদান (১১), দক্ষিণ সুদান (১৪), লিবিয়া (১৫), ইরাক (১৬), উজবেকিস্তান (১৭), তুর্কমেনিস্তান (১৭) ও সিরিয়া (১৭)।
পাঁচটি আরব রাষ্ট্রেরই (সোমালিয়া, ইরাক, লিবিয়া, সিরিয়া ও সুদান) স্কোর ২০ এর নিচে। এসব রাষ্ট্রগুলোতে হয় গৃহযুদ্ধ চলছে অথবা বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে সরকারকে প্রতিনিয়িত লড়াই করতে হচ্ছে অথবা সাধারণ জনগণই দেশটির সরকারকে ব্যর্থ ও দুর্নীতিবাজ বলে আখ্যা দিচ্ছে।
আর এই দুর্নীতিগ্রস্থ দেশগুলোর মধ্যে কেবল উত্তর কোরিয়া ও দক্ষিণ সুদান ছাড়া সবগুলোই মুসলিমপ্রধান দেশ।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের গবেষণা বিভাগের পরিচালক ফিন হেইনরিক বলেন, দেশের মধ্যে ভাঙন (রাজনৈতিক) দুর্নীতির সঙ্গে অনেক বেশি সংশ্লিষ্ট যেটা লিবিয়া ও সিরিয়ায় দেখা যাচ্ছে। সবচেয়ে বেশি এ দু’টি দেশ ধসে গেছে।
আফগানিস্তান ও সোমালিয়ায় ন্যাটো ও মার্কিন বিশেষ বাহিনীর হস্তক্ষেপ দেশ দু’টোর দুর্নীতিতে ব্যাপক নেতিবাচক প্রভাব ফেলেছে বলেও মন্তব্য করেন হেইনরিক।
সবচেয়ে কম দুর্নীতিগ্রস্থ ১০টি রাষ্ট্রের মধ্যে ৬টিই ইউরোপ অঞ্চলের। বাকি চারটির দু’টি ওশেনীয় ও একটি করে উত্তর আমেরিকান ও দক্ষিণ পূর্ব এশীয়।
স্কোর অনুযায়ী সবচেয়ে ভালো রাষ্ট্র হলো ডেনমার্ক (৯১), নিউজিল্যান্ড (৯১), ফিনল্যান্ড (৮৯), সুইডেন (৮৯), নরওয়ে (৮৬), সিঙ্গাপুর (৮৬), সুইজারল্যান্ড (৮৫), নেদারল্যান্ডস (৮৩), অস্ট্রেলিয়া (৮৩) ও কানাডা (৮১)।
উল্লেখ্য, এই দুর্নীতি সূচকে বাংলাদেশের চলতি বছরের অবস্থান ১৩তম। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের হিসেবে মতে খানিকটা হলেও গত বছরের চেয়ে দুর্নীতি কমেছে বাংলাদেশে।
বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৩